আগামীকাল আরেকটি অগ্নিপরীক্ষা লিওনেল মেসিদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিতলে কোনো হিসাব ছাড়াই শেষ ষোলো নিশ্চিত। কিন্তু ম্যাচটি ড্র হলেই তাকিয়ে থাকতে হবে সৌদি আরব–মেক্সিকো ম্যাচের দিকে। তখন তাদের শেষ ষোলোতে ওঠা নির্ভর করবে এ ম্যাচের ফলের ওপর।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে হিসাবটা যখন এই, পোল্যান্ডের গোলকিপার ভয়চেক সেজনি একটা হুমকি দিয়ে রেখেছেন মেসিকে। সময়ের অন্যতম সেরা খেলোয়াড়কে নিষ্প্রভ আর গোলহীন রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নাকি নিয়ে রেখেছে সেজনির দল পোল্যান্ড।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের প্রথমটিতে হেরে যায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২–১ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২–০ ব্যবধানের জয়েও একটি গোল করেন পিএসজির ফরোয়ার্ড।
সৌদি আরবের বিপক্ষে মেসি পেনাল্টি থেকে গোল করেছেন বলেই কি না, পেনাল্টি ঠেকানোর হুমকি তাঁকে দিয়েছেন সেজনি। পোল্যান্ডের গোলকিপার বর্তমানে খেলছেন ইতালিয়ান সিরি ‘আ’র দল জুভেন্টাসে। সেখানে পেনাল্টি ঠেকানোর পাঠটা যে তিনি ভালোভাবে নিয়েছেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা দল আর মেসিকে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগের দিন আজ সেজনি বলেছেন, ‘জুভেন্টাসের গোলকিপিং কোচ আমাদের পেনাল্টি নেওয়া খেলোয়াড়দের বিশ্লেষণ করার পদ্ধতি শিখিয়েছেন।’ সেজনি এরপর যোগ করেন, ‘মেসি, আমি তোমাকে বিশ্লেষণ করছি। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামতে আর তর সইছে না আমার।’
মেসি বা আর্জেন্টিনার খেলোয়াড় সম্পর্কে বাড়তি কিছু তথ্য সেজনির কাছে থাকতেই পারে। আর কারও সম্পর্কে না থাকলেও আনহেল দি মারিয়াকে ভালোই জানার কথা তাঁর। জুভেন্টাসে দি মারিয়া যে সেজনির সতীর্থ।