সৌদি আরবে গেলে সবাই গরমের কথাই বলেন। তবে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে আলোচনাটা মূলত ঠান্ডা আবহাওয়া নিয়ে। আল তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে সন্ধ্যার ঠান্ডা বাতাসের মধ্যেই অনুশীলন সেশনগুলো হচ্ছে বাংলাদেশ দলের।
আজ বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের ডিফেন্ডার রহমত মিয়া অবশ্য জানিয়েছেন, এই ঠান্ডা আবহাওয়া খুব একটা অসুবিধায় ফেলছে না তাঁদের, ‘আবহাওয়া এখন অনেকটা বাংলাদেশের মতোই। রাতে হালকা ঠান্ডা পড়ে।’ সৌদি আরবের অন্য শহরের তুলনায় তাইফের আবহাওয়া একটু অন্য রকম বলেই জানান ম্যানেজার আমের খান।
২ মার্চ সৌদি আরবে পৌঁছানোর পর রোববার থেকেই অনুশীলন শুরু করেছে জাতীয় দল। সামনে ফিলিস্তিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে দুটি ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে হাভিয়ের কাবরেরার দল। নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পরও ঢাকায় লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ফিলিস্তিনের বিপক্ষে সামনের দুই ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলনটাই ঘটাতে চায় পুরো দল। এক অডিও বার্তায় কোচ কাবরেরা বলেন, ‘খেলোয়াড়েরা সবাই খুব ইতিবাচক। সিনিয়ররা তো বটেই, জুনিয়র বা দলে নতুন আসারাও ভালো কিছু করতে চায়। নতুনেরা দলের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছে।’
সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, কাবরেরার সব ভাবনা আপাতত ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে। তিনি চান ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের উজাড় করে দিক খেলোয়াড়েরা। ‘টিম মিটিংয়ে কোচ ব্যক্তিগতভাবে প্রত্যেক খেলোয়াড়ের ভাবনা জেনেছেন, তাদের কাছ থেকে ভালো খেলার প্রতিশ্রুতি নিয়েছেন। নতুনদের নিয়ে আলাদা কাজ হচ্ছে, তারা যেন দ্রুত জাতীয় দলের খেলার ধরনে অভ্যস্ত হতে পারে’, বলেন ম্যানেজার।
ফিলিস্তিন ম্যাচ নিয়ে কাবরেরার মূল চিন্তাটা তাদের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে। প্রথম দুই দিনের অনুশীলনে তাই মূলত রক্ষণ নিয়েই বেশি কাজ হয়েছে বলে জানিয়েছেন কাবরেরা, ‘আমরা রক্ষণ নিয়ে কাজ করে যাচ্ছি। কারণ, ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে পড়তে হবে। ডিফেন্সিভ ব্লকটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে। ওদের খেলার জায়গা ছোট করে দিতে হবে।’
দেশ ছাড়ার আগে কাবরেরা বলেছিলেন, সৌদি আরবের অনুশীলনে গোটা বছরের পারফরম্যান্সের ভিত্তি তৈরি করতে চান তিনি। প্রথম দুই দিনের অনুশীলনেও কাজ করেছেন সেই লক্ষ্য সামনে রেখে।