কোস্টারিকার বিপক্ষে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনা দলে
কোস্টারিকার বিপক্ষে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনা দলে

কোস্টারিকার বিপক্ষে একাদশে ৫–৬টি পরিবর্তন আনবেন স্কালোনি

দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকা। জুনে এই টুর্নামেন্ট শুরুর আগে দলকে পুরোপুরি প্রস্তুত করে নিতে মরিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলো। যে কারণে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে পাখির চোখ করেছে তারা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না।

আন্তর্জাতিক বিরতিতে এল সালভাদরের বিপক্ষে প্রথম ম্যাচে ৩–০ গোলে জেতার পর এবার বেঞ্চের শক্তিও পরীক্ষা করতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোস্টারিকা ম্যাচের আগে দলের একাদশে ৫–৬টি পরিবর্তন আনার কথা স্কালোনি নিজেই জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে পরিবর্তন আনার কথা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা ৫–৬টি পরিবর্তন আনতে যাচ্ছি। আমি ওয়াল্টার বেনিতেজকে একটা সুযোগ দিতে চাই। গারনাচোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে।’

নতুনদের সুযোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘যখন নতুন কেউ আসে, তখন সে দলের সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছে, সেটা আমাদের দেখতে হয়। সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া কেমন, তা–ও জানতে হয়। এ জন্য অনুশীলন খুবই মূল্যবান, তবে তাদেরকে ম্যাচে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রীতি ম্যাচগুলো খুব সহায়ক হয়।’

আজ গোলবারের নিচে দেখা যেতে পারে ওয়াল্টার বেনিতেজকে

আর্জেন্টিনায় ফিরলে হত্যার হুমকি পাওয়া দি মারিয়ার খেলা নিয়েও কথা বলেছেন স্কালোনি, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল সে খেলবে। শুরুর একাদশেই তাকে রাখা হবে। সে শান্তই আছে। সে ভালো আছে এবং আমাদের সব ধরনের সমর্থন সে পাবে।’

কোস্টারিকা ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, সে ধারণা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের সম্ভাব্য একাদশে স্কালোনির কথার সূত্র ধরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে একাদশে থাকা এমিলিয়ানো মার্তিনেজ, নেহুয়ান পেরেজ, নিকোলাস গঞ্জালেস, লেয়ান্দ্রো পারেদেস, লাওতারো মার্তিনেজকে বাইরে রেখেছে তারা।

আর পরিবর্তিত একাদশে ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গেরমান পেজেল্লা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, আলেসান্দ্রো গারনাচো ও হুলিয়ান আলভারেজের দলে আসার কথা বলা হয়েছে। এমনকি ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় নিকোলাস ওতামেন্দি খেলতে পারেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ওয়াল্টার বেনিতেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো/ নিকোলাস ওতামেন্দি, গেরমান পেজেল্লা, নিকলোস তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, আলেসান্দ্রো গারনাচো ও হুলিয়ান আলভারেজ।