পরিবারের সদস্যদের হত্যার হুমকি মাথায় নিয়ে কোস্টারিকার বিপক্ষে আজ প্রীতি ম্যাচটি খেলেছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার ৩-১ গোলে জয়ে দলকে সমতায় ফেরানোর গোলটিও তাঁর। ম্যাচ শেষে দি মারিয়ার হুমকি পাওয়া নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা দলের মিডফিল্ডার রদ্রিগো দি পল।
বার্তা সংস্থা রয়টার্স আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে গতকাল জানিয়েছে, দি মারিয়া রোজারিওতে ফিরলে তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা দি মারিয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলে ক্যারিয়ারের ইতি টানতে চান। ওই ঘোষণার পরই দি মারিয়াকে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। মেসি ও দি মারিয়ার জন্মশহর রোজারিও। মাদক-সংক্রান্ত সহিংসতার জন্যও আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় এ শহরের কুখ্যাতি আছে।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দি পল বলেন, ‘সকালে আমরা একসঙ্গেই ছিলাম; কারণ, আগেভাগেই (ঘুম থেকে) উঠতে হয়েছে। অবশ্যই নিজেদের মধ্যে ব্যক্তিগত যেসব কথা হয়েছে, সেসব আমি বলব না। কিন্তু তাকে (দি মারিয়া) দেখে খুব আবেগপ্রবণ ও অশ্রুসজল মনে হয়েছে।’
২০২২ বিশ্বকাপে মেসি-দি পল-দি মারিয়ারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আর্জেন্টিনাকে শিরোাপা জিতিয়েছেন। আর দি মারিয়া ১৬ বছর ধরে সেবা দিচ্ছেন জাতীয় দলকে, এই পথে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন জাতীয় দলের অন্যতম তারকা হিসেবেও।
এমন এক খেলোয়াড় যখন নিজের দেশে ফেরার ব্যাপারে দেশ থেকেই হুমকি পান, তখন দুঃখ তো লাগেই! সতীর্থ এমন পরিস্থিতিতে পড়ায় তাই দি পলও কষ্ট পেয়েছেন। সংবাদ সম্মেলনে বললেন সে কথা, ‘কারও যদি নিজ দেশে ফিরতে চেয়ে বাধাগ্রস্ত না হওয়ার অধিকার থাকে, সেটা দি মারিয়ার আছে। খুব খারাপ লাগছে যে আমাদের দেশে এসব ঘটে।’
দি পল ঘটনাটিকে হালকা ভেবে উড়িয়ে দিচ্ছেন না, ‘কী ঘটেছে আমি জানি আর ব্যাপারটা আমার কাছে সিরিয়াস বলেই মনে হচ্ছে। কিন্তু দেশ, নিজের শহর ও ক্লাবের প্রতি তার (দি মারিয়া) যে ভালোবাসা, সেটি পাল্টাবে না।’
আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের শহর রোজারিওতে নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বাড়ি দি মারিয়ার। দেশে ফিরলে দি মারিয়া সেখানেই থাকেন।