এলচের জালে চারবার বল পাঠিয়েছে জাভির দল
এলচের জালে চারবার বল পাঠিয়েছে জাভির দল

গোল উৎসব করে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এলচে ০ : ৪ বার্সেলোনা

লড়াইটা এক নম্বর বনাম বিশ নম্বর দলের। এমন অসম প্রতিপক্ষের ম্যাচ নিয়ে ‘কে জিতবে’ ধরনের প্রশ্ন এক প্রকার অবান্তরই বলা চলে।

কেন অবান্তর, তারই যেন মোক্ষম প্রদর্শনী দেখিয়ে গেল বার্সেলোনা। লা লিগা পয়েন্ট তালিকার তলানিতে থাকা এলচেকে লড়াইয়ের সুযোগই দেয়নি জাভি হার্নান্দেজের দল, উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডভস্কি, একটি করে আনসু ফাতি ও ফেরান তরেস।

পুঁচকে এলচের বিপক্ষে জয়ের সুবাদে লা লিগা শিরোপার আরও কাছে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে।

এলচে শুধু পয়েন্ট তালিকার শেষ দলই নয়, চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল হজম করা আর সবচেয়ে কম গোল করা দলও। নিজেদের মাঠে আজ সেবাস্তিয়ান বেকাসিসের অধীনে খেলেছে এলচে। এবারের মৌসুমে এলচে ডাগআউটে দাঁড়ানো চতুর্থ কোচ তিনি।

জোড়া গোল করেন লেভানডভস্কি

ম্যাচের প্রথমার্ধে অবশ্য খুব বেশি দাপুটে ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। এলচের জমাট রক্ষণ ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিট পর্যন্ত। মার্কোস আলোনসোর ফ্রি কিকে দারুণ হেডে লেভানডভস্কিকে বাড়ান রোনালদ আরাউহো। প্রথম চেষ্টায় শট নিতে না পারলেও বল দখলে রেখে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন লেভা।

প্রথমার্ধের শেষ দিকে গোলের আরও একটি ভালো সুযোগ পেয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। তরেসের ক্রসে হেড দিলেও বল লক্ষ্যে রাখতে পারেননি।

দুই মিনিট পর জুলস কুন্দের প্রচেষ্টা অবশ্য গোল হওয়ার মতোই ছিল। তাঁর জোরালো গতির শট গোলরক্ষকের পাশ দিয়ে চলে গেলেও শেষ মুহূর্তে আটকে দেন এলচের ওমার মাসকারেল।

এগিয়ে থেকে বিরতিতে গেলেও ১ গোলের অগ্রগামিতায় খুব একটা স্বস্তিতে ছিল না বার্সা। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচের গতি পাল্টে দেন লেভা-ফাতি-তরেসরা।

১৪ ম্যাচ পর গোল পেয়েছেন আনসু ফাতি

৫৫ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি বক্সের বাইরে থেকে শটে বল জালে জড়ান ফাতি। গত অক্টোবরের পর এই প্রথম লা লিগায় গোল করলেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

ফাতির ১১ মিনিট পর বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন লেভা। গাভির কাছ থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে জালে পাঠান তিনি। এবারের লা লিগায় এটি তাঁর ১৭তম, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭তম গোল।

স্কোরলাইন ৩-০ হওয়ার তিন মিনিট পর ব্যবধান ৪-০ বানিয়ে দেন তরেস। লেভানডভস্কির বাড়ানো বল ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

রিয়ালের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

ম্যাচের বাকি সময়ে ব্যবধান আরও বাড়তে পারত। ৮৩ মিনিটে লেভানডভস্কি বল জালে জড়ালেও আক্রমণ তৈরির সময় ফাউল করায় গোল পাননি। হ্যাটট্রিক না পেলেও দলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছেন লেভা।

বুধবার ক্যাম্প ন্যুতে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে জাভির দল।