বছরের শেষ ম্যাচে ফর্টিস এফসির কাছে হেরেছে আবাহনী লিমিটেড
বছরের শেষ ম্যাচে ফর্টিস এফসির কাছে হেরেছে আবাহনী লিমিটেড

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

ফর্টিসের কাছে হার দিয়ে ব্যর্থতার বছর শেষ আবাহনীর

আবাহনী লিমিটেড ০–১ ফর্টিস এফসি

ঢাকা আবাহনী লিমিটেডের যে কী হলো! সর্বশেষ তিন ম্যাচে জয়ের দেখা নেই। দুই হারের সঙ্গে এক ড্র। ১৫ ডিসেম্বর স্বাধীনতা কাপের সেমিফাইনালে ঢাকায় বসুন্ধরা কিংসের কাছে আবাহনী উড়ে যায় ৪-০ গোলে। ২২ ডিসেম্বর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে গোপালগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি। ম্যাচ শেষে হয়েছে ১-১ সমতায়।

লিগের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের আশা নিয়ে রাজশাহী গিয়েছিল আকাশি-নীলরা। কিন্তু সেখানেও নেই কোনো সুখবর। বরং হারের তেতো স্বাদ নিয়েই ফিরতে হচ্ছে ঢাকায়। বছরের শেষ ম্যাচে আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিক ফর্টিস এফসির মুখোমুখি হয় আবাহনী। কিন্তু ধারেভারে এগিয়ে থাকলেও ম্যাচটি তারা জিততে পারেনি। হেরে গেছে ১-০ ব্যবধানে।

৩৭ মিনিটে আবাহনীর রক্ষণে গা-ছাড়া ভাবের সুযোগ নিয়ে ফর্টিসকে এগিয়ে দেন ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গাইশান। বাঁ পায়ের কোনাকুনি গড়ানো শটে তিনি পরাস্ত করেন আবাহনীর গোলকিপার শহিদুল আলমকে।

ফর্টিসের হয়ে গোল করেন ভ্যালেরি গাইশান

ম্যাচের বাকি সময়ে গোল শোধের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আবাহনী। অন্যদিকে মাঝারি মানের দল গড়েও আবাহনীকে রুখে দিয়েই ম্যাচ শেষ করে ফর্টিস। এবারের লিগের প্রথম ম্যাচে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা করপোরেট দলটি দ্বিতীয় ম্যাচেই শিকার করেছে ‘বড় মাছ’।

বিদায়ী মৌসুমে আবাহনী কোনো শিরোপা জিততে পারেনি। বছরটাও শেষ হলো হতাশার হার দিয়ে। ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালে এগিয়ে থেকেও মোহামেডানের কাছে শেষ পর্যন্ত টাইব্রেকারে হার। একই মাসে শেষ হওয়া সর্বশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কিংসের চেয়ে ১৫ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় আবাহনী। এরপর মালদ্বীপের ক্লাব ইগলসকে হারালেও মোহনবাগানের কাছে হেরে এএফসি কাপের গ্রুপ পর্বে উঠতে পারেনি। ঘুরে দাঁড়াতে নতুন মৌসুমের জন্য কোচ করে আনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানিকে, যিনি ২০০৭ সালে আবাহনীরও কোচ ছিলেন। কিন্তু চেনা কোচকে ফিরিয়েও আবাহনীর ভাগ্য ফেরেনি।

হারে লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেও ‘মাছ শিকার’ করেছে ফর্টিস এফসি

স্বাধীনতা কাপের সেমিফাইনালে কিংসের কাছে উড়ে যাওয়া ধানমন্ডির দলটি প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে পেয়েছে এক পয়েন্ট। শুরুতেই পিছিয়ে পড়ায় বোঝা যাচ্ছে, ২০২৪ বড় এক চ্যালেঞ্জ নিয়েই অপেক্ষা করছে পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নদের জন্য।

প্রিমিয়ার লিগে আজ দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে গত লিগে তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি। ৫৫ মিনিটে ফয়সালের আত্মঘাতী গোল হজম করে পুলিশ। আরেক ম্যাচে ঢাকায় কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ৪–১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোল করেন দরিয়েলতন, একটি করে রাকিব হোসেন ও রবসন।

চট্টগ্রাম আবাহনীল একমাত্র গোলটি করেন আবু আজিজ।

লিগের দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস, ৪ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে মোহামেডান এবং শেখ রাসেল। চট্টগ্রাম আবাহনী আছে দশ দলের মধ্যে সবার শেষে।