রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেওয়ার পর রাফিনিয়ার (বাঁয়ে) সঙ্গে উদ্‌যাপন লামিনে ইয়ামালের
রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেওয়ার পর রাফিনিয়ার (বাঁয়ে) সঙ্গে উদ্‌যাপন লামিনে ইয়ামালের

বার্নাব্যুতে বর্ণবাদের শিকার ইয়ামালরা, ব্যবস্থা নেওয়ার ঘোষণা লজ্জিত রিয়ালের

এল ক্লাসিকোয় ৪-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এমন হার অবশ্যই লজ্জাজনক। সেই ম্যাচের পর নিজেদের সমর্থকদের আচরণেও লজ্জা পেল রিয়াল।

বার্সার কিশোর তারকা লামিনে ইয়ামাল ও লেফটব্যাক আলেহান্দ্রো বালদে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা।

শুধু রিয়াল মাদ্রিদই নয়, লা লিগাও এ ঘটনায় ব্যবস্থা নিতে স্পেনের বর্ণবাদবিরোধী সংস্থার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ সরকারও বর্ণবাদের নতুন এ ঘটনার নিন্দা জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ ফুটবল ও খেলাধুলায় যেকোনো ধরনের বর্ণবাদ, ভিনদেশি বিদ্বেষ ও সহিংসতার তীব্র নিন্দা জানায়। গতকাল রাতে স্টেডিয়ামে কিছু সমর্থকের তোলা স্লোগানের জন্য আমরা গভীরভাবে দুঃখিত।
রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকো ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়ার পরই বর্ণবাদের শিকার হন ইয়ামাল। ৭৭ মিনিটে করা সেই গোলের পর ইয়ামাল যখন উদ্‌যাপন করছিলেন, তখন রিয়ালের কিছু সমর্থক গ্যালারি থেকে বার্সা খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী স্লোগান দিতে শুরু করেন।

গোল উদ্‌যাপন করার পরই বর্ণবাদী স্লোগান শুনেছেন লামিনে ইয়ামল

আজ রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ও খেলাধুলায় যেকোনো ধরনের বর্ণবাদ, ভিনদেশি বিদ্বেষ ও সহিংসতার তীব্র নিন্দা জানায়। গতকাল রাতে স্টেডিয়ামে কিছু সমর্থকের তোলা স্লোগানের জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’

এ ঘটনার তদন্ত শুরু করার ঘোষণাও দিয়েছে রিয়াল, ‘এই ঘৃণিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে রিয়াল মাদ্রিদ তদন্তও শুরু করে দিয়েছে। এ ঘটনায় যাতে যথাযথ বিচার সম্পন্ন করা যায়, আমরা সেই ব্যবস্থাই নেব।’

লা লিগা কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে বলেছে, ‘লা লিগা বার্সেলোনার খেলোয়াড়দের প্রতি ছুড়ে দেওয়া বর্ণবাদী স্লোগান নিয়ে স্পেনের জাতীয় পুলিশের হেইট ক্রাইম ইউনিটে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে।’

স্পেনের ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামীকাল সোমবার এ ঘটনা নিয়ে তারা বৈঠক করবে। স্পেন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও বর্ণবাদের নতুন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস বর্ণবাদী আচরণের নিয়মিত শিকার

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বেশ কয়েকবার এমন আচরণের শিকার হয়েছেন। ২০২৩ সালে ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করার ঘটনায় ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের জেলও দেওয়া হয়। এ সপ্তাহেই অনলাইনে ভিনিসিয়ুসের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে স্পেনের পুলিশ।