অভিষেকেই বার্সেলোনার হয়ে গোল করেছেন রাফিনিয়া
অভিষেকেই বার্সেলোনার হয়ে গোল করেছেন রাফিনিয়া

রিয়ালের চেয়ে বার্সেলোনা ভালো দল

বার্সেলোনার হয়ে অভিষেকটা ভালোই হয়েছে রাফিনিয়ার। ব্রাজিলিয়ান বার্সেলোনার প্রাক্–মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গারের। লিডস থেকে কদিন আগে বার্সেলোনায় নাম লেখানো রাফিনিয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে একটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

দলের ৬–০ গোলের জয়ে এমন অবদান রেখে খুব ভালো বোধ করছেন রাফিনিয়া। তবে যুক্তরাষ্ট্র সফরে বার্সার দ্বিতীয় ম্যাচেই আসল পরীক্ষা দিতে হবে তাঁকে। আগামী পরশু সেই ম্যাচে বার্সার প্রতিপক্ষ যে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের আগে রাফিনিয়া সংবাদমাধ্যমে বার্সায় তাঁর অভিষেক আর আসন্ন মৌসুমে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

বার্সেলোনার দ্বিতীয় গোলের পর সতীর্থের সঙ্গে উদ্‌যাপন রাফিনিয়ার

আগামী মৌসুমে বার্সেলোনা লা লিগা জিতবে বলে আত্মবিশ্বাসী রাফিনিয়া। ব্রাজিলিয়ান উইঙ্গারের কথা, ‘(বার্সেলোনার হয়ে) প্রথম গোল পেয়ে আমি খুব খুশি। আমাদের জন্য এটি ভালো একটি ম্যাচ ছিল। আমি খুব খুশি এবং এভাবে খেলে যেতে পারব বলে আশা করি।’

শনিবার রিয়ালের বিপক্ষে ম্যাচ। এ ম্যাচের আগে রাফিনিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক, সবাই গোল করতে চায়। আর ডার্বি হলে তো কথাই নেই, প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে গোল করার চেষ্টাটা আরও তীব্রতর হয়।’ রাফিনিয়া এর সঙ্গে যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। আমার কাছে রিয়াল মাদ্রিদের চেয়ে আমরা ভালো দল।’

বার্সেলোনার অনুশীলনে রাফিনিয়া

অভিষেক ম্যাচেই গোল পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নতুন ক্লাবের সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন রাফিনিয়া। সতীর্থেরা তাঁর কাজটি সহজ করে দিয়েছেন বলেই মনে করেন তিনি, ‘বার্সেলোনায় বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খুবই ভালো করছে।’

ক্লাব ফুটবলে নতুন দল বার্সেলোনাকে নিয়ে বিশেষ স্বপ্ন যেমন আছে, তেমনি বিশ্বকাপে ব্রাজিল দল ঘিরেও ভাবনা আছে রাফিনিয়ার। বার্সেলোনায় ভালো করতে পারলে কাতার ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার সম্ভাবনা তাঁর বেড়ে যাবে বলেই মনে করেন লিডসের সাবেক উইঙ্গার।