ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই চান না রোনালদো। অন্যদিকে ক্লাব যেকোনো মূল্যে তাঁকে ধরে রাখতে চায়। পর্তুগিজ তারকার দলবদল নিয়ে এত দিন খবর ছিল এমনই। তবে নতুন খবর হলো, রোনালদোকে ছেড়ে দিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ শুরু থেকেই বলে আসছেন, ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন। তবে লিগে ইউনাইটেডের বাজে শুরু বদলে দিয়েছে অনেক সমীকরণ। কথা উঠেছে, ওল্ডট্রাফোর্ড ছাড়তে চাওয়া রোনালদোর ক্লাবের প্রতি আনুগত্য নেই, যার প্রভাব পড়ছে পুরো দলের পারফরম্যান্সের ওপর। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারে ক্লাবটি।
প্রাক্-মৌসুমে চমকপ্রদ কোনো পারফরম্যান্স করতে না পারলেও ইউনাইটেড একেবারে খারাপও করেনি। আতলেতিকো মাদ্রিদের কাছে হারলেও, বড় জয় পেয়েছিল লিভারপুলের বিপক্ষে। তখন নতুন মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে তৈরি বলেই মনে করেছিলেন কোচ টেন হাগ। হঠাৎ কী এমন হলো! প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে কেন এতটা ছন্নছাড়া ছিল ইউনাইটেড। এর পেছনে রোনালদোর দায় দেখছেন অনেকেই। দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে রোনালদোর তেমন কথাবার্তাও হয় না বলে অভিযোগ রয়েছে। ক্লাবের প্রতি রোনালদোর এমন মনোভাব দলে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্রের বরাতে বিবিসি স্পোর্টস জানিয়েছে, ‘রোনালদোর ক্লাব ছাড়ার আগপর্যন্ত দলের পারফরম্যান্সের কোনো পরিবর্তন হবে না। রোনালদো যদি চলে যেত, তাহলে দলে তাঁর কোনো বদলি থাকত না, তারপরও সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স আরও ভালো থাকত, ক্লাবের অনেকেরই ধারণা এমন।’
এই মূহূর্তে টেন হাগের হাতে রোনালদোর বিকল্প নেই। রোনালদো দল ছাড়লে আরও বিপদে পড়তে পারে ক্লাবটি, এমনটা মনে করেন সাবেক ইউনাইটেড তারকা গ্যারি নেভিল। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদোকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে এখানে অবশ্যই খুশি নয়, তবে সমস্যা হচ্ছে, সে চলে গেলে গোল করার মতো ইউনাইটেডে কেউই থাকছে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সে ক্লাব ছাড়ার পর যদি নতুন কাউকে নিয়ে না আসা হয়, ইউনাইটেড পয়েন্ট তালিকার শেষভাগে থেকে মৌসুম শেষ করতে পারে।’
বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, এমনকি রোনালদোর নতুন গন্তব্য হিসেবে শোনা গেছে আতলেটিকো মাদ্রিদের নামও। কেবল চ্যাম্পিয়নস লিগ খেলতে নাকি তাঁর আঁতুড়ঘর স্পোর্তিং লিসবনেও ফিরবেন—এমন গুঞ্জনও ছিল। তবে সব আলোচনাই এখন অনেকটাই থেমে গেছে। নতুন করে আবার কোন ক্লাবকে ঘিরে আলোচনা শুরু হয়, সেটা দেখারই অপেক্ষায় ভক্তরা।