পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো অনন্য
পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো অনন্য

বললেন লেভানডফস্কি

‘ব্যতিক্রম’ রোনালদোকে টিকিয়ে রেখেছে ‘রাগ আর ক্ষুধা’

ব্যতিক্রম—ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এই কথাটি অবলীলায় বলা যায়। কেন রোনালদো ব্যতিক্রম, সে সম্পর্কে অনেক কিছুই চাইলে বলা যেতে পারে। যে বয়সে পুরোনো সতীর্থরা বুটজোড়া তুলে রেখে নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, রোনালদো সে বয়সেই ম্যাচের পর ম্যাচে গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামছেন। গোল পেলে এখনো কৈশোরের মতো আনন্দে ভাসছেন, আবার পেনাল্টি মিস করে কৈশোরের মতোই কেঁদে ভাসাচ্ছেন।

চল্লিশ ছুঁই ছুঁই এক ফুটবলার কীভাবে এখনো নিজেকে চাঙা রাখছেন, তা নিয়েও ফুটবলপ্রেমীদের আছে নানা জল্পনা। রোনালদোর এই অদম্য রূপ নিয়ে এবার কথা বলেছেন রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার বলেছেন, ভালো করার ক্ষুধা এবং উচ্চাশার পিছু ছোটার পথে গড়বড় করে ফেললে নিজের ওপর যে রাগের সঞ্চার হয়, সেসব কারণে রোনালদো এখনো পূর্ণোদ্যমে ফুটবল খেলে যাচ্ছেন।

নেশনস লিগের ম্যাচে আগামী শনিবার রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও পোল্যান্ড। সেই ম্যাচে মুখোমুখি হবেন রোনালদো এবং লেভাও। ম্যাচটি সামনে রেখে রোনালদোকে নিয়ে কথা বলেছেন বার্সেলোনা তারকা।

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে লেভা বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ইতিহাসের অনেক পাতাই লিখেছে। সেসব সময় তার আশপাশে যারা আছে, তাদের জন্য মানদণ্ডটা অনেক ওপরে তুলে দেয়। এটা এমন কিছু যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যদিও সেসব কিছু কিংবা প্রায় সব কিছু অর্জন করেছে। এখন তার বয়স ৩৯, ৪০ প্রায় ছুঁই ছুঁই। কিন্তু এটা স্পষ্ট যে এখনো তার ক্ষুধা আছে। যে রাগ এবং স্নায়ুচাপ সে দেখায়, সেটাই তার ক্ষুধার প্রমাণ দেয়।’

পোলিশ অধিনায়ক রবার্ট লেভানডফস্কি

রোনালদোর মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত কম আছে মন্তব্য করে লেভা বলেছেন, ‘আমার মনে হয় তার মধ্যে যদি ক্রোধ না থাকত, তবে তাকে দেখে মনে হতো, সে শুধু খেলার জন্য খেলে যাচ্ছে। কিন্তু এখনো তার মধ্যে ক্ষুধা আছে। আর শারীরিকভাবেও তাকে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হয়। এর অর্থ হচ্ছে সে যে পথ বেছে নিয়ে সেটা সফল। বয়স যেমনই হোক না কেন, তার পরিসংখ্যান বেড়েই চলেছে। তবে তার ব্যাপারটা ব্যতিক্রম। তার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত কমই পাওয়া যাবে।’

ব্যতিক্রম বলেই হয়তো এখনো প্রতিদিন নতুন করে নিজেকে মেলে ধরছেন রোনালদো। নতুন নতুন রেকর্ড নিজের করে নিচ্ছেন। এমনকি ক্যারিয়ারে ৯০৫ গোল করা রোনালদো করতে চান হাজারতম গোলও। তবে এখনই রোনালদোর অর্জন ইতিহাসের পাতায় খোদাই হয়ে গেছে মন্তব্য করে লেভানডফস্কি বলেছেন, ‘রোনালদো তার পুরো ক্যারিয়ারে যা অর্জন করেছে, যেভাবে সে নিজের কৃতিত্ব দিয়ে ফুটবলের ইতিহাসকে আকার দিয়েছে এবং যেসব রেকর্ড সে নিজের করে নিয়েছে, সেসব অস্বীকারের কোনো সুযোগ নেই। এগুলো অবশ্যই ফুটবল ইতিহাসে খোদাই হয়ে থাকবে।’

রোনালদো নিয়ে যতই মুগ্ধতা থাকুক, ম্যাচে রোনালদোকে প্রতিপক্ষ হিসেবেই দেখার কথা বলেছেন পোলিশ অধিনায়ক, ‘বিষয়টা যখন খেলার ব্যাপার হয়, তখন আমি এটাকে দুটি দলের ম্যাচ হিসেবে দেখি। পর্তুগালের বিপক্ষে আমাদের ভালো করতে হলে দল হিসেবে খেলতে হবে। তাদের অসাধারণ সব খেলোয়াড় আছে, যাদের আমি আগেও মোকাবিলা করেছি। কোন স্তরের চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হতে হবে, সেটা আমি ভালোভাবেই জানি।’