ফটো ফিচার

মাদ্রিদ ও লন্ডনে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর রাত

বের্নার্দো সিলভার শট যাচ্ছে রিয়াল মাদ্রিদের জালে, ৩ মিনিটের মধ্যেই ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি
বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার শট, সিটি ডিফেন্ডার রুবেন দিয়াজের পায়ে লেগে দিক বদলে জড়ায় জালে। ১-১ সমতা।
বক্সের ভেতর থেকে রদ্রিগোর আলতো করে বাড়ানো বল ম্যানুয়াল আকাঞ্জির পায়ে লেগে ফের দিক বদলে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তারপর রদ্রিগোর এই উদযাপন।
৬৬ মিনিটে ফোডেন-জাদু। দুর্দান্ত এক শটে সমতা ফেরায় সিটি। ২-২।
ইওস্কো গাভারদিওলের গোল, উদযাপনে সঙ্গী বের্নার্দো সিলভা। সিটি এগিয়ে ৩-২ গোলে।
ভালভের্দের গোলে আবার সমতা, ৩-৩। ম্যাচ শেষ হয় এই স্কোরলাইনেই।
এমিরেটসে বুকায়ো সাকার গোলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১২ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল
সার্জ নাব্রির গোলে ১৮ মিনিটে বায়ার্ন মিউনিখের সমতা
৩২ মিনিটে হ্যারি কেইনের গোল। এবার এগিয়ে বায়ার্ন, ২-১।
আর্সেনালের সমতা ফেরানো গোলদাতা লিয়ান্দ্রো ত্রোসার, ম্যাচ ২-২।