আল ইত্তিহাদ থেকে বরখাস্ত হওয়া আর্জেন্টাইন কোচ মার্সেলো গালার্দো
আল ইত্তিহাদ থেকে বরখাস্ত হওয়া আর্জেন্টাইন কোচ মার্সেলো গালার্দো

আল ইত্তিহাদে বরখাস্ত আর্জেন্টাইন কোচ গায়ার্দোকে চায় এসি মিলান

লিগে এখন পর্যন্ত খেলা ৩১ ম্যাচে তাদের জয় মাত্র ১৫ টিতে। এর পাশাপাশি ১১টি হার আর ৫টি ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের অবস্থান পঞ্চমে। পরবর্তী এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা আর নেই জেদ্দার দলটির। এর ওপর সর্বশেষ তিন ম্যাচে হেরে গেছে তারা।

এরপর আর মার্সেলো গায়ার্দোকে কোচ হিসেবে রেখে দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি ইত্তিহাদ। আজ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টি-ওয়াই স্পোর্তস খবর দিয়েছে, আর্জেন্টাইন এ কোচকে বরখাস্ত করেছে সৌদি আরবের ক্লাবটি। স্কাই ইতালিয়া খবর দিয়েছে, ইত্তিহাদে বরখাস্ত হওয়া গায়ার্দোকে কোচ হিসেবে পেতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে ইতালির ক্লাব এসি মিলান।

সৌদি প্রো লিগের এ মৌসুমে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা আল হিলাল শীর্ষে আছে ৩১ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৭৭। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল আহলি সৌদি ক্লাব। সৌদি প্রো লিগ থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা পাবে দুটি দল।

করিম বেনজেমার মতো তারকা খেলোয়াড় নিয়েও এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি ইত্তিহাদ

করিম বেনজেমা-ফাবিনিওর মতো তারকা থাকার পরও দলকে এএফসি চ্যাম্পিয়নস লিগে তুলতে না পারায় গায়ার্দোর ওপর আস্থা হারিয়েছে ইত্তিহাদ কর্তৃপক্ষ। গত নভেম্বরে কোচ হিসেবে নিয়োগ দেওয়া গায়ার্দোকে তাই বরখাস্ত করেছে ক্লাবটি। যদিও গায়ার্দোর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তাদের। স্কাই স্পোর্টসের খবর, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই ক্লাব ছাড়ছেন গায়ার্দো।

অন্যদিকে ইতালির সিরি ‘আ’র ক্লাব এসি মিলান কোচ স্তেফানোর কাছ থেকে যা আশা করেছিলেন, সে রকম কিছু পায়নি। সিরি আর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সান সিরোর ক্লাবটি শিরোপাহীন একটি মৌসুমই শেষ করতে যাচ্ছে। সব মিলিয়ে পিওলিকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে তারা।

মিলান থেকে মৌসুম শেষে বরখাস্ত হতে যাচ্ছেন স্তেফানো পিওলি (বাঁয়ে)

তবে গায়ার্দোর মিলানের রাডারে থাকার খবর এটাই প্রথম নয়; এর আগে গাজেত্তা দেল্লো স্পোর্ত খবর দিয়েছিল, গায়ার্দোকে কোচ হিসেবে চায় সান সিরোর ক্লাবটি। উরুগুয়ের ক্লাব নাসিওনাল ও আর্জেন্টিনার রিভার প্লেটের সাবেক কোচ এখন ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় মিলানের আরও সুবিধাই হলো।

এর আগে মিলান স্পেনের সাবেক কোচ হুলেন লোপেতেগির সঙ্গে যোগাযোগ করেছে। তবে দলটির সমর্থকেরা এটা নিয়ে প্রতিবাদ করায় বিষয়টি আর এগোয়নি। এ ছাড়া মিলানের কোচ হওয়ার দৌড়ে আছেন এফসি পোর্তোর সের্হিও কনসেইসাও আর পাওলো ফনসেকা। কিন্তু দুজনকে নিয়েই সংশয় আছে। পোর্তোর সঙ্গে কনসেইসাওয়ের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। আর ফনসেকা অলিম্পিক মার্শেইয়ে যাওয়ার অনেক কাছে চলে গেছেন।