নেইমার আর বিতর্ক যেন এখন সমার্থক শব্দ। সর্বশেষ তাঁকে নিয়ে বিশ্ব ফুটবলে যে আলোচনা, তা পোকার টুর্নামেন্ট খেলতে আর ম্যাকডোনাল্ডসে খেতে যাওয়া নিয়ে। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজি হেরে যাওয়ার পর নেইমার পোকার খেলতে গিয়েছিলেন। সেই খেলা শেষ করে বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন ম্যাকডোনাল্ডসে। বিষয়টি নিয়ে হতাশ হয়েছে পিএসজির সমর্থকেরা।
বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরের। তিনি জানিয়েছিলেন, এ বিষয় নিয়ে নেইমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। একই সঙ্গে গালতিয়ের বলেছিলেন, ছুটির সময়ে নেইমারের শখ পূরণ করার অধিকার নিশ্চয়ই আছে।
ওই ঘটনার পর পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, সবার স্বাস্থ্যকর জীবন যাপন করা উচিত। এ কথা নেইমারের উদ্দেশে বলেছিলেন কি না, এমন প্রশ্ন লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ গোলে জয়ের পর এমবাপ্পেকে শুনতে হয়েছে। এর উত্তরে এমবাপ্পে বলেছেন, নেইমারের উদ্দেশে তিনি এটা বলেননি।
নেইমারের ম্যাকডোনাল্ডসে খেতে যাওয়ার বিষয়টি জনসমক্ষে এসেছে মূলত তাঁর বন্ধুদের কারণে। ম্যাকডোনাল্ডসে নেইমারের সঙ্গে খেতে যাওয়ার ছবি মূলত তাঁরাই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। এ কারণেই নেইমারের উদ্দেশে অঁরি বলেছেন, ‘ছবিটা যারা পোস্ট করেছে, তারা কি তোমার বন্ধু? এমন বন্ধু থাকলে তোমার আর শত্রুর প্রয়োজন নেই।’