গার্সিয়া ও রোনালদোর সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন উঠেছে
গার্সিয়া ও রোনালদোর সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন উঠেছে

এবার আল নাসর কোচকে পছন্দ হচ্ছে না রোনালদোর

রুডি গার্সিয়ার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক কেমন হবে? এ প্রশ্ন রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই উঠেছিল। এর পেছনে অবশ্য একটা কারণও ছিল। রোনালদোকে দলে ভেড়ানোর পর আল নাসর কোচ বলেছিলেন, লিওনেল মেসিকেই নাকি তিনি আগে দলে টানতে চেয়েছিলেন।

পিএসজি তারকাকে যেহেতু পাওয়া যায়নি, তাই রোনালদোকে কেনা হয়েছে—মজা করে বললে চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমন কথা তো রোনালদোর মেজাজ বিগড়ে দিতেই পারে।

এরপর এ নিয়ে আর কথা শোনা না গেলেও এবার গার্সিয়া ও রোনালদোর সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পর কোচকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো।

আল ফেইহার সঙ্গে ড্র করার পর রোনালদো মেজাজ হারিয়েছিলেন

সৌদি সংবাদমাধ্যমের খবর, গার্সিয়ার কৌশল পছন্দ হচ্ছে না পর্তুগিজ তারকার। ফরাসি এই কোচ নাকি আল নাসরের ফুটবলারদের থেকে সেরাটা বের করতে পারছে না। রোনালদোর অভিযোগের কারণে গার্সিয়ার আল নাসর অধ্যায় শেষ হয়ে যেতে পারে বলেও খবর দিচ্ছে সৌদি সংবাদমাধ্যমগুলো।

আল ফেইহার সঙ্গে ড্র করায় লিগ লড়াইয়ে পিছিয়ে পড়েছে রোনালদোর দল। এ মুহূর্তে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আল ইতিহাদ। আল নাসর ইতিহাদের চেয়ে পিছিয়ে ৩ পয়েন্টে। সমানসংখ্যক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের পয়েন্ট ৫৩।

১১ নম্বর দলের বিপক্ষে গোলশূন্য ড্র আল নাসরের জন্য যে কত বড় ধাক্কা ছিল, সেটি বোঝা গেছে ম্যাচের শেষেই। রোনালদো হারিয়ে বসেছিলেন মেজাজ। নিজের ওপরই ছিলেন অসন্তুষ্ট। বেশ কয়েকটি সহজ সুযোগ পর্তুগিজ তারকা নষ্ট করেছেন। হতাশাটা তাই আড়াল করতে পারেননি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাঠ ছেড়ে যান সৌজন্য করমর্দন ছাড়াই।

ম্যাচ শেষে হতাশা লুকাননি কোচ গার্সিয়াও, ‘আল ফেইহার বিপক্ষে ম্যাচে আমরা ড্র করেছি। এই ফল মোটেও গ্রহণযোগ্য নয়, আমি খুবই অসন্তুষ্ট। আমি খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই।’

আল নাসরে গত জানুয়ারিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১১ গোল করেছেন রোনালদো। আল ফেইহা ম্যাচের পর চিড় ধরা কোচ ও অধিনায়কের সম্পর্ক আবার ঠিক হয় কি না সেটাই এখন দেখার বিষয়।