ফুটবলের দুনিয়ায় উঠে আসার পথে মেসি–রোনালদো–রুনি–আগুয়েরোদের সন্তানেরা
ফুটবলের দুনিয়ায় উঠে আসার পথে মেসি–রোনালদো–রুনি–আগুয়েরোদের সন্তানেরা

মেসি–রোনালদো–রুনি–আগুয়েরোর সন্তানেরাও প্রস্তুত আগামী রাঙাতে

বাবার পথ ধরে ফুটবলমঞ্চে ছেলের আগমনের উদাহরণ অনেক পাওয়া যাবে। আর্লিং হলান্ডের বাবা আলফি হলান্ডও ছিলেন ফুটবলার। তবে ছেলে হলান্ড এরই মধ্যে বাবার কীর্তিকে ছাপিয়ে গেছেন। বিপরীত দৃষ্টান্তও অবশ্য কম নয়। জিনেদিন জিদান কিংবা জাস্টিন ক্লুইভার্টের ছেলেরা ঢাকা পড়েছেন বাবার সাফল্যের ছায়ায়।

বাবার পথ ধরে এখন শীর্ষ পর্যায়ে ফুটবল খেলে চলেছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলকান্তারা, দমিনিক সোবোসলাই এবং জোয়েল মাতিপের মতো ফুটবলাররা। একইভাবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা সের্হিও আগুয়েরোর সন্তানেরাও আছে উঠে আসার পথে।

বেঞ্জামিন আগুয়েরো

তার বাবা সের্হিও আগুয়েরো এবং নানা ডিয়েগো ম্যারাডোনা, ফুটবলার হতে এর চেয়ে ভালো জিন কে আর বহন করতে পারে! বেঞ্জামিন আগুয়েরো সেই বিরল মানুষদের একজন।

সের্হিও আগুয়েরোর ছেলে বেঞ্জামিন আগুয়েরো

বাবার পথ অনুসরণ করে বেঞ্জামিন এখন নিজেকে প্রস্তুত করছে আর্জেন্টাইন পরাশক্তি ইন্দিপেন্দিয়েন্তেতের একাডেমিতে। সামনে হয়তো পেশাদার ফুটবলেও আবির্ভাব হবে তার। বাবা-দাদার কাছাকাছি মানে যেতে পারলেও ফুটবলে বেঞ্জামিন দারুণ এক সম্পদে পরিণত হবে।

ওয়েইন রুনির ছেলে কাই রুনি

কাই রুনি

এখনো ম্যানচেস্টার ইউনাইটেডে বাবার পথ ধরে কোনো ছেলেকে খেলতে দেখা যায়নি। তবে সেই ধারা বদলানোর সুযোগ আছে কাই রুনির। ইউনাইটেডের বয়সভিত্তিক দলে নিজেকে গড়ে তুলছে কাই। অনূর্ধ্ব-১২ দলের হয়ে এক মৌসুমে ৫৬ গোল করে এরই মধ্যে নজর কেড়েছে। তার পারফরম্যান্সই বলে দিচ্ছে সব ঠিকঠাক থাকলে ‘রেড ডেভিল’ শিবিরে নতুন রুনির আগমন খুব দূরে নয়। এর মধ্যে অবশ্য পুমার সঙ্গে স্পনসরশিপ চুক্তিও স্বাক্ষর করেছে কাই।

প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে শেন ক্লুইভার্ট

শেন ক্লুইভার্ট

সাবেক নেদারল্যান্ডস স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্টের দুই ছেলেকে এরই মধ্যে পেশাদার ফুটবলের আঙিনায় দেখা গেছে। জাস্টিন ক্লুইভার্ট খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে। আর রুবেন ক্লুইভার্ট আছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল ডোরড্রেখটে। সে তালিকায় এবার যুক্ত হতে পারে আরও একজন—শেন ক্লুইভার্ট। বাবা ও দুই ভাইয়ের পথ অনুসরণ করে একই পথে আসতে যাচ্ছে শেন। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়াতেই প্রস্তুত হচ্ছে এ খুদে ফুটবলার। বার্সায় খেলোয়াড় এবং ক্রীড়া পরিচালক দুই ভূমিকায় দেখা গিয়েছিল শেনকে।

রাফায়েল ফন ডার ভার্টের ছেলে ডেমিয়েন ফন ডার ভার্ট

ডেমিয়ান ফন ডার ভার্ট

তরুণ খেলোয়াড় তৈরিতে আয়াক্সের ধারেকাছে খুব কম ক্লাবই আসতে পারবে। খেলোয়াড় তৈরির সেই আঁতুড়ঘরেই তৈরি হচ্ছে রাফায়েল ফন ডার ভার্টের ছেলে ডেমিয়েন ফন ডার ভার্ট। এরই মধ্যে ফুটবল-প্রতিভার বিচ্ছুরণে আলোচনা শোনা যাচ্ছে ডেমিয়ানকে নিয়ে। শিগগিরই হয়তো বাবার পথ ধরে পেশাদার ফুটবলে আবির্ভাব ঘটবে তার।

ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র

সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র রোনালদোর ফুটবলে আসা নিয়ে বেশ আলোচনা শোনা গেছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেও খেলার অভিজ্ঞতা হয়েছে তার। এখন আছে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে। কদিন আগে সৌদি ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৩ দলের হয়ে একটি শিরোপাও জিতেছে জুনিয়র রোনালদো। তবে বাবার ছায়াকে পেছনে ফেলে ফুটবল-দুনিয়ায় নিজেকে চেনাতে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে।

রবেন ফন পার্সির ছেলে শাকুয়েল ফন পার্সি

শাকুয়েল ফন পার্সি

ডাচ কিংবদন্তি রবেন ফন পার্সির ছেলে শাকুয়েলও আসছে ফুটবলে আলো ছড়াতে। এর মধ্যে উয়েফ ইয়ুথ লিগেও দেখা গেছে তাকে। ফেইনুর্দে তার খেলা হয়েছে বাবার কোচিংয়ে। ১৭ বছর বয়সী এ ফুটবলার নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলেও খেলার সুযোগ পেয়েছে। স্ট্রাইকার হিসেবে এরই মধ্যে আলো ছড়াতে দেখা গেছে শাকুয়েলকে।

লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি

থিয়াগো মেসি

কিছুদিন আগে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নেমে আলোচনায় আসে লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো। ১১ বছর বয়সী থিয়াগো বার্সেলোনা এবং পিএসজির একাডেমিতেও খেলেছে। এখন বাবার ক্লাব ইন্টার মায়ামির একাডেমিতে প্রস্তুত হচ্ছে থিয়াগো। বাবার ছায়া থেকে বের হতে তাকেও পাড়ি দিতে হবে কঠিন পথ।