নেপালের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস
নেপালের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস

নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ

সাবিনার গোলের পর জিততে জিততে ড্র বাংলাদেশের

ম্যাচ তখন ০-০। ৬৫ মিনিটে বদলি নামা শাহেদা আক্তারের দারুণ এক থ্রু বল। নেপালের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে ঢুকে পড়েন সাবিনা খাতুন। বাকি কাজটা করেছেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে। নেপালের গোলকিপার আনজিলা তুম্বাপোর বাঁ দিক দিয়ে বলটা প্লেসিং করেন বাংলাদেশ অধিনায়ক।

ঝিমিয়ে থাকা কমলাপুর স্টেডিয়াম এই গোলে জেগে উঠল। এই গোলের ১০ মিনিট পর স্কোরলাইন হতে পারত ২-০। কিন্তু এবার সহজ সুযোগ হারিয়েছেন সেই সাবিনাই। বল মেরেছেন একা পাওয়া নেপালের গোলকিপারের গায়ে।

সাবিনার গোলটা ধরে রেখে বাংলাদেশ জয়ের দিকেই এগোচ্ছিল। নির্ধারিত ৯০ মিনিটও শেষ। কিন্তু যোগ করা সময়ের ৪ মিনিটের প্রথম মিনিটেই বাংলাদেশ গোল খেয়ে বসে। বাংলাদেশের রক্ষণে বলটা ঘোরাঘুরি করছিল। মাসুরা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। নেপালের সাবিত্রা ভান্ডারির আলতো টোকা চলে যায় জালে।

গত সাফের ফাইনালে পুরো সময় খেলতে পারেননি ভান্ডারি, নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। আজ শুরু থেকেই খেলেছেন নেপালের তারকা ফরোয়ার্ড। ঢাকা থেকে সাবিত্রা ইসরাইলে ঘরোয়া ফুটবলে খেলতে যাবেন। যাওয়ার আগে দলকে হার থেকে বাঁচিয়েছেন। যা কি না নেপালের জন্য জয়ের সমানই। আজ ম্যাচ ড্র হওয়ায় সিরিজ কার, তা ১৬ জুলাইয়ের ম্যাচে নির্ধারণ হবে।

গ্যালারিতে বসে খেলা দেখেন কিছুদিন আগে মেয়েদের দলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া গোলাম রব্বানী

গত বছর ১৯ সেপ্টেম্বরে এই নেপালকে ৩-১ গোলে হারিয়েই প্রথমবার সাফ জেতে বাংলাদেশ নারী ফুটবল। সেই ম্যাচ আর আজকের ম্যাচের প্রথমার্ধের মধ্যে থাকল অনেকটা ব্যবধান। লড়াইয়ের ঝাঝটা সেভাবে পাওয়া যায়নি এই সময়। বল দখলে এগিয়ে থাকা বাংলাদেশই বেশি সময় ছিল আক্রমণে। কিন্তু গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি প্রথমার্ধে। বোঝাপড়ায় সমস্যা হয়েছে। কৃষ্ণা রানি খেলেছেন ৯ নম্বর পজিশনে, তহুরা ১০। কিন্তু ফরোয়ার্ডরা খেই হারিয়েছে বক্সে গিয়ে। পোস্টে নিতে পারেনি ভালো শট। সানজিদা, তহুরা, সাবিনাদের খেলায় থাকল কিছুটা জড়তা। সেটাই অবশ্য স্বাভাবিক। ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে তো এমনই হবে!

অন্যদিকে নেপাল প্রতি আক্রমণে এসেছে। কিন্তু তাদের খেলারও সেই ধার কোথায়! বাংলাদেশের পোস্টে প্রথমার্ধে একটি শট নিলেও নেপালকেও চেনা যায়নি। ফলে দুই দলের লড়াইটা চোখ কাড়েনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দল দুটি গোল করায় ম্যাচ কিছুটা জমে ওঠে। এই অর্ধে খেলাও ভালো হয়েছে দুই দলের। এই অর্ধে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুমাইয়া মাতসুশিমা বদলি হিসেবে নেমেছেন। জাতীয় দলে তাঁর অভিষেক হয়েছে আজ।

এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা

ভঙ্গুর একটা দল নিয়েই আজ নেমেছে বাংলাদেশ। সাফ জেতার পর ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলই ছেড়ে দেন সাজেদা খাতুন ও আনুচিং মগিনি। একাদশের নিয়মিত মুখ সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন স্বেচ্ছায় সরে গেছেন। তাঁদের বিদায় দলের জন্য বিরাট ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কোচ গোলাম রব্বানীর পদত্যাগে। যাঁর হাত ধরে বাংলাদেশের মেয়েরা সাফল্যের মালা পরেছিলেন। সেই গোলাম রব্বানীকে ছাড়া প্রথম ম্যাচ খেলেছেন। গোলাম রব্বানী ছিলেন গ্যালারিতে। শিষ্যদের জয় না হোক, অন্তত ড্র দেখেছেন। নেপালের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র একটি। আগে ড্র ছিল দুটি। আজ হলো তৃতীয় ড্র। দশ মাস পর মাঠে নেমে ড্র করাও কম নয়।

ম্যাচ শেষে দুই কোচই সন্তুষ্ট। বাংলাদেশ কোচ মাহবুবুর রহমানের কথা, ‘দশ মাস পর নেমে মেয়েরা ভালোই খেলেছে।’ নেপালের কোচ অনন্ত থাপা বলেছেন, ‘পিছিয়ে পড়ে ড্র করেছি। সেটিও কম নয় আমাদের জন্য।’