ম্যানচেস্টার সিটি কি এবার শিরোপা ধরে রাখতে পারবে?
ম্যানচেস্টার সিটি কি এবার শিরোপা ধরে রাখতে পারবে?

প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি কোন দলের, জানাল সুপার কম্পিউটার

ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রীড়া আসর ভাবা হয়। কিন্তু পেপ গার্দিওলা আসার পর থেকে প্রিমিয়ার লিগকে বড্ড একপেশে বানিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার অধীনে সর্বশেষ ছয় মৌসুমে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে সিটি। এর মধ্যে ২০১৭–১৮ মৌসুমে লিগ ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট অর্জনের কীর্তিও গড়েছে।

হাড্ডাহাড্ডি লড়াই যে হয়নি, তা নয়। কিন্তু কঠিন চ্যালেঞ্জ বারবার উতরে গেছে সিটি। ২০১৮–১৯ ও ২০২১–২২ মৌসুমে একেবারে শেষ দিনে গিয়ে লিভারপুলকে ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল গার্দিওলার দল। সর্বশেষ ২০২২–২৩ মৌসুমে আর্সেনাল ২৪৮ দিন পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ ভাগে পাশার দান উল্টে যায়। আর্সেনালের অবিশ্বাস্য ছন্দপতনের বিপরীতে সিটি টানা ৮ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখে।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ এবারও সিটির জন্য সুসংবাদ নিয়ে এসেছে। অপ্টার সুপার কম্পিউটার বলছে, ২০২৩–২৪ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। সদ্য বিদায় নেওয়া ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দলগুলোর পয়েন্ট তালিকায় বতর্মান অবস্থান, শক্তিমত্তা বিশ্লেষণ করে সুপার কম্পিউটার জানিয়েছে, গার্দিওলার সিটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৫.১০%।

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রানার্সআপ হবে লিভারপুল। এ মুহূর্তে ইয়ুর্গেন ক্লপের দলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে ২৭.৩০%। আর্সেনালের সম্ভাবনা ১৫.৩০%।
যদিও আরেক দফা শিরোপা ধরে রাখার অভিযানে নামা সিটিকে লিগে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। ২০২৩–২৪ মৌসুমে বেশ কয়েকটি দলের মধ্যে শীর্ষস্থান নিয়ে চলছে ইঁদুর–বিড়াল খেলা। সেই খেলায় সিটি কিছুটা পিছিয়েও পড়েছে। ৪০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে বছর শেষ করেছে তারা।

৪২ পয়েন্ট নিয়ে তালিকার চূড়ায় থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছে লিভারপুল। মৌসুমের চমক হিসেবে আবির্ভূত হওয়া অ্যাস্টন ভিলারও পয়েন্ট ৪২। কিন্তু লিভারপুলের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ভিলা আছে দুইয়ে। তবে ভিলার শিরোপা জয়ের খুব একটা সম্ভাবনা দেখছে না অপ্টার সুপার কম্পিউটার। উনাই এমেরির দলের সম্ভাবনা দেখানো হয়েছে ১.৯০%। পয়েন্ট তালিকার পাঁচে থাকা টটেনহাম এই ভবিষ্যদ্বাণীতেও আছে ৫ নম্বরে। স্পার্সের সম্ভাবনা ০.৩০%।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল

গত ১৮ ডিসেম্বর সিটি ক্লাব বিশ্বকাপ খেলেতে সৌদি আরবে যাওয়ার সময় তাদের লিগ জয়ের সম্ভাবনা ৩৯.৩০% দেখানো হয়েছিল। তবে ডিসেম্বরের শেষে এসে সেই সম্ভাবনা বেড়ে যাওয়ার কারণ মূলত দুটি। (১) লিভারপুল–আর্সেনাল মুখোমুখি লড়াইয়ে ড্র করেছে। এই দুই দল পয়েন্ট ভাগাভাগি করায় বড় সুবিধা হয়েছে সিটির। (২)

লিভারপুল ও আর্সেনাল কমপক্ষে ১ মাস তাদের আফ্রিকান ও এশিয়ান খেলোয়াড়দের পাবে না। ক্লাব দুটির আফ্রিকান ও এশিয়ান খেলোয়াড়েরা শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। জানুয়ারি–ফেব্রুয়ারিতে তাঁরা খেলবেন দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস ও এএফসি এশিয়ান কাপে। এ ক্ষেত্রেও লাভ হয়েছে সিটির। গার্দিওলার দলে কোনো আফ্রিকান ও এশিয়ান খেলোয়াড় নেই। অর্থাৎ, পূর্ণ শক্তির স্কোয়াডই পাবে বর্তমান চ্যাম্পিয়নরা।  

অপ্টার সুপার কম্পিউটার লিগের শীর্ষ পাঁচ দলের বাইরে চ্যাম্পিয়ন হওয়ার সামান্যতম সুযোগ দেখছে শুধু ওয়েস্ট হামের। লন্ডনের ক্লাবটির সম্ভাবনা ০.০১%।
শীর্ষ চারে কোন দল থাকবে, সেই ভবিষ্যদ্বাণীও করে রেখেছে সুপার কম্পিউটার। যেখানে ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ৯৯.২০%, লিভারপুলের ৯৭.১০%, আর্সেনালের ৯৩.৮০%, অ্যাস্টন ভিলার ৬৫.৮০% আর টটেনহামের ৩০.৫০%।

অপ্টা জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভবিষ্যদ্বাণী হালনাগাদ করা হবে।