ছুটে চলেছে গণ বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জয়রথ। ইস্পাহানি-প্রথম আলো প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের দুই ফাইনালিস্ট অনুমিতভাবেই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠেছে। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ঢাকা অঞ্চলের ষষ্ঠ দিনে এই দুই দলই নিজ নিজ গ্রুপ ফাইনালে জিতেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারাতে ফারইস্টের ঘাম ঝরেছে, ব্যবধান ১-০। তবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিপক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের জয় এসেছে সহজেই, ৪-০ গোলে।
পড়ন্ত বিকেলে দিনের তৃতীয় ও শেষ ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতেই পারেনি ডুয়েট। গণ বিশ্ববিদ্যালয়ের জার্সিতে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচ খেলোয়াড়; চট্টগ্রাম আবাহনীর গোলকিপার শামীম হোসেন, একই দলের ফরোয়ার্ড শুভ রাজবংশী, ওয়ান্ডারার্সের মিডফিল্ডার আশরাফুল ইসলাম, ফকিরেরপুল ইয়ংমেনসের রাইটব্যাক সাব্বির হোসেন ও ফরোয়ার্ড মেহেদী হাসান পলাশ।
শীর্ষ লিগের ফুটবলারদের নিয়ে শক্তিশালী গণ বিশ্ববিদ্যালয় খেলেছে আক্রমণাত্মক ফুটবল। সেই আক্রমণের সামনে ডুয়েট পারেনি প্রতিরোধ গড়তে। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন ছোটখাটো গড়নের ফরোয়ার্ডরা হিরা ঘোষ।
ফারইস্টের একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড আরিফ হোসেন শরিফ। টুর্নামেন্টে তিন ম্যাচে এটি তাঁর দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার। ফারইস্টের হয়ে এই ম্যাচে খেলেছেন দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন ফুটবলার।
যার মধ্যে ঢাকা আবাহনীর অধিনায়ক ও জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, ঢাকা আবাহনীর ডিফেন্ডার ও ২০২১ মালদ্বীপ সাফে ভারতের বিপক্ষে গোল করা ডিফেন্ডার ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম আবাহনীর গোলকিপার আরমান হোসেন ও একই দলের ফরোয়ার্ড স্বাধীন হোসেন। তারকাখচিত দলটি টানা তিন ম্যাচ জিতল।
অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের সেমিফাইনালিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চেষ্টা করেও শেষ পর্যন্ত পারলেন না গতবারের টুর্নামেন্ট সেরা জাহাঙ্গীরনগরের ফুটবলার মাহমুদুল হাসান (কিরণ)। এবার তাঁর শুরুটাও হয়েছিল দারুণ। প্রথম ম্যাচেই ৬ গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি নিজ ক্লাব রহমতগঞ্জের খেলা থাকায়। আজ ফিরে এসেছিলেন, কিন্তু ফারইস্টের শক্তির কাছে পেরে ওঠেনি জাহাঙ্গীরনগর।
তবে টুর্নামেন্টে এবার নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এইচ গ্রুপের ফাইনালে নিয়েছেন অধিনায়ক রহমত মিয়া। জাতীয় দলের এই ডিফেন্ডার আজ দিনের প্রথম ম্যাচে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ড্যাফোডিলের ৮-০ গোলের জয়ে শেষ গোলটি করেছেন।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন মাহবুবুর রহমান ও মিজানুর রহমান। নাইজেরিয়ার শিক্ষার্থী আবদুস শুকুর একটি গোল করেন। আক্রমণে ছিলেন চট্টগ্রাম আবাহনীর সোহানুর, ফাহিম মোর্শেদ, তবে তাঁরা গোল পাননি। প্রিমিয়ার লিগে এবার ব্রাদার্সে নাম লেখানো রহমত এক গোল করলেও দলকে নেতৃত্ব দিয়েছেন আক্রমণে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
তিনটি ম্যাচেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। প্রথম ম্যাচে তাঁর সঙ্গে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী এনায়েত খান। দ্বিতীয় ম্যাচে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মুঞ্জুর-ই-খোদা তরফদার। তৃতীয় ম্যাচে যোগ দেন ইস্পাহানি ফুড লিমিটেডের উপমহাব্যবস্থাপক আশিফুর রহমান চৌধুরী।
টুর্নামেন্টের ঢাকা অঞ্চলের শেষ দিন আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত হবে ঢাকা অঞ্চলের বাকি দুটি দল, যারা চূড়ান্ত পর্বে খেলবে।