শেষ হওয়ার পথে আরেকটি বছর—২০২৪। কেমন ছিল খেলার এই বছর? ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ ফিরে দেখা যাক আন্তর্জাতিক ফুটবল।
২৮ অক্টোবর ২০২৪। প্যারিসের থিয়েটার দু শাতলের আলো ঝলমলে রাতটিকে যেকোনো বছরের আন্তর্জাতিক ফুটবলের খেরোখাতার মর্মার্থ বলা যায়! ইউরোপ–সেরার পুরস্কার ব্যালন ডি’অরের ট্রফি নিতে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি মঞ্চে উঠেছেন ক্র্যাচে ভর করে।
ওই রাত রদ্রির জন্য যেমন শুধুই আনন্দের ছিল, ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ততটাই বিষাদের। আগের রাত পর্যন্ত রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা জানতেন, বিজয়মুকুট উঠছে তাঁর মাথায়! কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল। পরে ফিফা দ্য বেস্ট পুরস্কার হাতে নিয়ে হয়তো একটু ভুলেছেন সেই বেদনা।
ফুটবল তো এ রকমই—আনন্দের ভৈরবীর পাশেই বেদনার বেহাগ। কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা আর ইউরোর ট্রফি পেয়ে স্পেন মেতেছে আনন্দে। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বছরটি কেটেছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে। টানা দ্বিতীয় ফাইনাল খেলেও ইংল্যান্ডের কাছে অধরাই থেকে গেছে ইউরোর ট্রফি। গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ঝরে পড়েছে শতাধিক প্রাণ।
হিসাব তো এমনই—কারওটা মিলবে, কারওটা মিলবে না। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন ক্যারিয়ারে সর্বোচ্চ ৯০০ গোলের রেকর্ড গড়ে এক হাজারের হিসাব মেলানোর চেষ্টায়। সব হিসাব মিলিয়ে ফুটবলের পাট চুকিয়েছেন টনি ক্রুস, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। হিসাবে অমিল রেখেই আবার জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন জার্মানির টমাস মুলার ও ম্যানুয়েল নয়্যার। হিসাব কি মেলাতে পারছেন পেপ গার্দিওলাও? সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচের ৯টিতে হেরে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন কোচ ভাবছেন—এ কী হলো!