আর্জেন্টিনার সমর্থকেরা প্রস্তুত ক্রোয়েশিয়া–পরীক্ষার জন্য
আর্জেন্টিনার সমর্থকেরা প্রস্তুত ক্রোয়েশিয়া–পরীক্ষার জন্য

বিশ্বকাপের ছবি

মদরিচদের সামনে মেসির ‘অগ্নিপরীক্ষা’

লড়াটাই আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ফাইনালে ওঠার এ লড়াই সবকিছু ছাপিয়ে হয়ে উঠেছে মেসির স্বপ্নপূরণের পথে ‘অগ্নিপরীক্ষা’, লুকা মদরিচের ‘মরণ কামড়’। মাঠের বাইরে চলছে লড়াইয়ের জোর প্রস্তুতি। তৈরি সমর্থকেরাও। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনালে যাওয়ার এ ম্যাচের আগের গল্প নিয়েই আজকের বিশ্বকাপের ছবি
আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি। তিনি কী পারবেন আর্জেন্টিনার স্বপ্ন-যাত্রাকে চূড়ান্ত পরিণতি দিতে?
কোচ লিওনেল স্কালোনির সঙ্গে মেসি। স্কালোনির বড় ভরসা যে তিনিই।
ক্রোয়েশিয়ার গোলকিপার দমিনিক লিভাকোভিচ—মেসিদের সামনে হয়ে যেতে পারেন বিরাট বাধা।
ক্রোয়েশিয়ার ‘মেসি’ লুকা মদরিচ—তিনি কী পারবেন দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে?
ক্রোয়েশিয়ার অনুশীলনে একা বসে কী ভাবছেন কোচ দালিচ?
আর্জেন্টিনার অনুশীলনেও মধ্যমণি মেসিই।
ক্রোয়েশিয়ার হয়ে আজ ‘মরণ কামড়’ দেবেন মদরিচ?
জাতীয় দলের লাল-সাদা জার্সিতে ক্রোয়েশিয়ার একদল সমর্থক।
আর্জেন্টাইনদের কাছে ‘ম্যারাডোনা’ হয়ে উঠতে পারবেন মেসি?
সেমিফাইনাল ও ফাইনালের অফিশিয়াল বল—নাম ‘আল হিল্‌ম’ ।