অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

২০২৬ বিশ্বকাপ বাছাই

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি পরিবর্তন বাংলাদেশ দলে

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ দল। মেলবোর্নের অ্যামি পার্কে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হচ্ছে এ ম্যাচ।

গত ১৭ অক্টোবর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাপর্বের এশিয়া অঞ্চলের প্রাথমিক রাউন্ডের একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার শাকিল হোসেন। তাঁর জায়গায় খেলছেন হাসান মুরাদ। সেই ম্যাচেরই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছিলেন সোহেল রানা জুনিয়র। তাঁর জায়গায় আজ খেলছেন মজিবর রহমান জনি। মালদ্বীপের বিপক্ষে মজিবর রহমান জনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে অসাধারণ খেলেছিলেন।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলকিপার), হাসান মুরাদ, মোহাম্মদ হৃদয়, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সোহেল রানা সিনিয়র, সাদ উদ্দিন, মজিবর রহমান জনি, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।