বিশ্বকাপের ছবি

মরুর বুকে সাম্বার ছন্দ

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। নেইমার নেই, নেই দানিলো। তবে প্রথম ম্যাচে সার্বিয়াকে হারানো ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাসের কমতি নেই। প্রথম ম্যাচে রিচার্লিসন দেখিয়েছিলেন দারুণ একটি গোল, আজ দেখা যাবে তেমন কিছু? তার আগে দেখে নিন ব্রাজিল সমর্থকদের—
গন্তব্য ৯৭৪, দোহা
তাঁদের দেখা গেল নির্ভারই
ব্রাজিলের পতাকা উড়বে এভাবেই?
হলুদ আর সবুজ—রং দেখেই চেনা যায়
চোখেও ব্রাজিল
ব্রাজিল মানেই ফুটবল, যে ফুটবল অন্যরকম!
৯৭৪-এ আজকের লড়াইয়ের প্রতীকী ছবি?
স্থানীয়দের সমর্থনও পাচ্ছে ব্রাজিল…
আছে সুইজারল্যান্ড সমর্থকও
কোনটি কে, চিনতে পারছেন?
ব্রাজিল সমর্থক মানেই এমন বর্ণিল সাজ, আর হাতের ওই ট্রফিটা…