চলতি মৌসুমে রিভার প্লেট ছেড়ে যোগ দিয়েছিলেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে। গত জুলাইয়ে তাঁকে ২ কোটি ইউরোর কম ট্রান্সফার ফিতে দলে ভেড়ায় পর্তুগালের ক্লাব বেনফিকা। তবে দলবদলের বাজারে তাঁকে নিয়ে যে টানাটানি, বেনফিকাতে যে তাঁর আর থাকা হচ্ছে না, সেটা এখন অনেকটাই নিশ্চিত।
ইংলিশ পরাশক্তি চেলসি আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। ইতালিয়ান সাংবাদিক ও দলবদলের বাজারে নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো বলছেন, চেলসিতে যেতে সম্মত হয়েছেন ফার্নান্দেজ।
গ্রাহাম পটারের চেলসি ২১ বছর বয়সী এই আর্জেন্টাইনকে পেতে বেনফিকাকে ১২ কোটি ইউরো রিলিজ ক্লজ দিতেও প্রস্তুত। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও আছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে। বেনফিকার সঙ্গে চুক্তি অনুযায়ী আর্জেন্টাইন মিডফিল্ডার ১২ কোটি ইউরোতে বিক্রি হলে এর থেকে ৩ কোটি ইউরোর কিছু বেশি পাবে রিভার প্লেট।
দলবদল নিয়ে কোনো মন্তব্য করেননি ফার্নান্দেজ। তিনি জানিয়েছেন, তাঁর এজেন্ট পুরো বিষয়টি দেখভাল করছেন। বেনফিকার কোচ রজার স্মিতের কথাতে অবশ্য ফার্নান্দেজের দলবদলের ইঙ্গিত পাওয়া যায়, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত স্কোয়াডের সবাইকে পাচ্ছি। এরপর দলবদলের প্রক্রিয়া শুরু হবে। প্রতিভাবান ফুটবলার দলে থাকলে তাঁকে হারানোর সম্ভাবনা সব সময় থাকবে। শুধু এনজোর জন্য নয়, এটা সব ফুটবলারের জন্যই সত্য। সামনে সুযোগ থাকলে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আর আমাকে ফুটবলারের সিদ্ধান্তে সম্মান জানাতে হবে।’
দলবদলের বাজারে ফার্নান্দেজের চাহিদা আর দাম যে তরতরিয়ে বাড়বে, সেটা কাতার বিশ্বকাপ চলাকালেই বোঝা গিয়েছিল। আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা–খরা ঘোচাতে মাঝমাঠে অসাধারণ ভূমিকা রেখেছেন বুয়েনস এইরেসের সান মার্তিনে জন্ম নেওয়া ২১ বছর বয়সী এই ফুটবলার। মেক্সিকোর বিপক্ষে তাঁর করা অসাধারণ ওই গোল, কাতার বিশ্বকাপের সেরা গোলগুলোর একটি হিসেবে ধরা হয়। হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।