আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো
আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদোর ইন্টারনেট ‘ভেঙে দেওয়ার’ মতো অতিথিটি কে

‘আমার নতুন অতিথি...অতি গোপনীয়’—ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওতে লেখা আছে এই কথা। ২ মিনিটে ৩ সেকেন্ডের এই ভিডিওর ভেতরে ঢুকলে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে রোনালদোর কথোপকথন। সেই কথোপকথনের এক পর্যায়ে নিজের পরবর্তী অতিথি নিয়ে রোনালদো বলেন, ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’

ইউটিউবে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, খুব ভোরে রোনালদোর বাসায় যাওয়ার পর ফার্ডিনান্ডের সঙ্গে ‘সিআর সেভেন’র কথোপকথন। যদিও ভিডিওতে দুজনের আলাপের সময় শব্দ বন্ধ করা ছিল। সাবটাইটেল পড়ে বুঝে নিতে হচ্ছিল দুজনের আলাপন। রোনালদো ফার্ডিনান্ডকে জিজ্ঞাসা করেন, ‘কিছু ভুলে গেলে নাকি?’ জবাবে ফার্ডিনান্ড বলেন, ‘তোমার পরবর্তী অতিথি কে, সেটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি।’

জবাবে রোনালদো বলেন, ‘আমরা এখন রেকর্ড করছি।’ ফার্ডিনান্ডের পাল্টা প্রশ্ন, ‘সে কি এখানে আছে?’ রোনালদো, ‘হ্যাঁ।’ ফার্ডিনান্ড, ‘তুমি আমাকে বলবে সে কে?’ রোনালদো, ‘নাহ।’ এরপর ফার্ডিনান্ডকে নাম জানার জন্য বেশ চাপাচাপি করতে দেখা যায়। জানতে চান, ‘বিখ্যাত কেউ?’

রোনালদোর উত্তর, ‘তুমি কি জানতে চাইছ, তোমার চেয়ে বিখ্যাত কি না?’ ফার্ডিনান্ড বলেন, ‘হ্যাঁ।’ জবাবে রোনালদো, ‘হ্যাঁ, বেশিই।’ ফার্ডিনান্ডের পাল্টা প্রশ্ন, ‘কত বেশি (আমার চেয়ে)?’ রোনালদোর পাল্টা জবাব, ‘অনেক বেশি।’

তখন ফার্ডিনান্ড জানতে চান, অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস কি না? রোনালদো বলেন, ‘নাহ, তবে সে হলেও দারুণ হতো।’ ফার্ডিনান্ডের পরের প্রশ্ন, ‘সে কি অ্যাথলেট নাকি গায়ক।’ তখনই রোনালদো ভাইরাল হয়ে যাওয়া সেই কথা উচ্চারণ করেন, ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’

এরপর রোনালদো একটু নরম হন, ‘তুমি কি কথা দিচ্ছ যে কাউকে নাম বলবে না?’ ফার্ডিনান্ড বলেন, ‘হ্যাঁ।’ রোনালদো, ‘আচ্ছা আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি।’ এরপর কেউ একজনের সঙ্গে ফার্ডিনান্ডকে হাত মেলাতে দেখা যায়। আর ভিডিওটা সেখানেই শেষ হয়ে যায়।

রোনালদোর এই ভিডিও সামনে আসার পর থেকেই তাঁর চ্যানেলে পরবর্তী অতিথি কে হতে পারেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। সংবাদমাধ্যম ইএসপিএনের একটি পোস্টের নিচের বিভিন্ন নামও অনুমান করেছেন ফুটবলপ্রেমীরা। যেখানে কেউ লিখেছেন, জিনেদিন জিদানের নাম। অনেকে আবার লিওনেল মেসির কথাও বলেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘এটা শুধু মেসিই হতে পারেন।’ অন্য একজন লিখেছেন, ‘মেসি ছাড়া আর কেউই ইন্টারনেট ভাঙতে পারবেন না।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে।