একটাই গোল, সেটাতেই মিলেছে ব্রাজিল ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ। বলা হচ্ছে শনিবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গোলটির কথা। ম্যাচের ৮০ মিনিটে গোলের জন্য শট নিয়েছিলেন ভিনিসিয়ুস, ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড সেটি রুখে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেনি। বল পেয়ে যান কাছে থাকা এনদ্রিক। কাছ থেকে বল জালে জড়াতে তিনি ভুল করেননি।
জুলাইয়ে ২৪ পূর্ণ করতে যাওয়া ভিনিসিয়ুস ব্রাজিল ফুটবল দলের বর্তমানের তারকা। আর ১৭ বছর ৮ মাস বয়সী এনদ্রিককে ভাবা হচ্ছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ। সামনের মৌসুমে দুজন একত্র হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদেও। আত্মবিশ্বাসী ভিনির আশা, মাদ্রিদের ক্লাবটিতে একসঙ্গে দারুণ কিছুই করবেন তাঁরা।
শনিবার ফিফা প্রীতি ম্যাচটিতে ব্রাজিল জিতেছে ১-০ ব্যবধানে। ১৯৯৫ সালের এই প্রথম ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়েছে ব্রাজিল। এর চেয়েও বড় কথা, ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ছন্দহীনতা, কোচের অনুপস্থিতিতে অগোছালো হয়ে পড়া আর চোটে বেশ কয়েকজন খেলোয়াড়ের মাঠের বাইরে ছিটকে যাওয়া মিলিয়ে বেশ অস্বস্তিকর সময়ই পার করছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীন প্রথম ম্যাচে সেই অস্বস্তি থেকে বের হওয়ার ইঙ্গিত রেখেছে ব্রাজিল, যার মূল রূপকার ভিনি-এনদ্রিকরা।
ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা এনদ্রিকের ওয়েম্বলিতে গোল পাওয়া নিয়ে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস, ‘জাতীয় দলে খেলার স্বপ্নটা তাঁর পূরণ হয়েছে। গোলও করেছে। আমি ওর জন্য খুশি। আমি ওকে বন্ধুর মতো দেখার চেষ্টা করি। সেও আমার এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনে।’
২০২২ সালের শেষ দিকেই এনদ্রিককে ৬ কোটি মার্কিন ডলারে কেনার কথাবার্তা পাকা করে রেখেছে রিয়াল মাদ্রিদ। জুলাইয়ে বয়স ১৮ পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেবেন তিনি। ব্রাজিল দলের তরুণ প্রতিভাকে সামনেই সতীর্থ হিসেবে পাবেন বলে রোমাঞ্চিত ভিনিসিয়ুস, আশাবাদী ভালো কিছুরও, ‘আশা করি, রিয়াল মাদ্রিদে আমরা দারুণ কিছু করতে পারব। এখনো তো সে আমাদের সঙ্গে আসেনি। তবে সামনের মৌসুমের রোমাঞ্চটা সে টের পাচ্ছে।’
এই মুহূর্তে রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুসের পাশাপাশি আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো আছেন। তবে পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে আসছেন বলে রদ্রিগোকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে বলে গুঞ্জন আছে। আর সে কারণেই কি না, ভিনিকে যখন জিজ্ঞাসা করা হয় যে রিয়ালে অল-ব্রাজিলিয়ান আক্রমণভাগ দেখা যাবে কি না, তখন মুখে হাসি ফুটিয়ে তিনি বলেন, ‘এটা কোচকেই জিজ্ঞেস করুন।’
ব্রাজিলের পরের ম্যাচ মঙ্গলবার স্পেনের বিপক্ষে। ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই।