ভারতের গোলমুখে বাংলাদেশের আক্রমণ। শেষ অবধি ব্যর্থই হয়েছে এই আক্রমণ
ভারতের গোলমুখে বাংলাদেশের আক্রমণ। শেষ অবধি ব্যর্থই হয়েছে এই আক্রমণ

সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবল

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ভারতের ঘরেই শিরোপা

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক টুর্নামেন্টে তৃতীয় শিরোপার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ। থিম্পুতে আজ সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।

৮ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল পুরো ম্যাচেই চাপের মুখে ছিল। সাফের বয়সভিত্তিক ফুটবলে বেশির ভাগ শিরোপা জেতা শক্তিশালী ভারতের বিপক্ষে পরিকল্পনার অভাব ফুটে উঠেছে বাংলাদেশ দলের খেলায়। প্রথমার্ধে ভারত প্রায় একক আধিপত্য দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতের সঙ্গে পেরে ওঠেনি। উল্টো ৭৩ মিনিটে ভারত দ্বিতীয় গোল করেছে।

ভারতের আধিপত্যের কোনো জবাব ছিল না বাংলাদেশের কাছে

গ্রুপ পর্বে এই ভারতকেই ৭৫ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছিল নাজমুল হুদা ফয়সাল, ইমরান, সিয়াম অমিতরা। সে ম্যাচে কয়েকটি গোলের সুযোগও নষ্ট করেছিল বাংলাদেশ। নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ উঠে আসে সেমিতে। ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে লড়তেই পারল না লাল–সবুজের কিশোরেরা।

শুরুতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে রক্ষণের বড় ভুলে। থুংগাম্বা সিং উশামের কাছ থেকে বল নিয়ে লেভিস জাংমিলুনের থ্রু ধরে গোল করে ভারত লেইরেনজাম। গোল খেয়ে বাংলাদেশের ছেলেরা নিজেদের অর্ধে কিছু পাস খেললেও আক্রমণ তৈরি করতে পারেনি সেভাবে। উল্টো আক্রমণে ওঠার চেষ্টায় বারবার বলের দখল হারিয়েছে। ফলে ভারতের বক্সে সুযোগও তৈরি করা যায়নি তেমন। যদিও প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ একটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কামাল মৃধার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ সময়ে রুখে দেয় ভারতীয় ডিফেন্ডার থুংগাম্বা সিং।

ম্যাচ শুরুর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের খেলোয়াড়েরা

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফেরার প্রতিশ্রুতি কিছুটা দেখা গিয়েছিল বাংলাদেশ দলের খেলায়। ৪৭ মিনিটে একটা পেনাল্টি পেলেও পেতে পারত বাংলাদেশ। একটি আক্রমণ থেকে বল নিয়ে ভারতের বক্সর মধ্যে ঢুকে পড়েছিল মিডফিল্ডার ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। কিন্তু ভারতীয় ডিফেন্ডার কারিশ সোরাম তাকে বাধা দিয়ে ফেলে দেয়। বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আজ ছিল ব্যর্থ

এই অর্ধের শুরুতে ভারতের ভারত লেইরেনজামের পাস থেকে লেভিস জাংমিলুনের তীব্র শট কোনোমতে ঠেকায় বাংলাদেশের গোলরক্ষক নাহিদুল ইসলাম। এর পরপরই আবু সাঈদ ডান প্রান্ত থেকে অনেকখানি খালি জায়গা পেয়ে ক্রস বাড়ায় ভারতের বক্সে। কিন্তু কামাল মৃধা মোটামুটি ফাঁকায় বল পেয়েও ভারতের গোলরক্ষক সুরুজ সিংকে পরাস্ত করতে পারেনি। উল্টো কামাল সুরুজ সিংকে ফাউল করে। ভারতের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় লেভিস জাংমিলুন বারবার আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের রক্ষণে। শেষ পর্যন্ত সেই জাংমিলুনই বাঁ দিক দিয়ে প্রায় একক প্রচেষ্টায় বাংলাদেশের বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেয়।

২ গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় অনেকটা। ৮১ মিনিটে তৃতীয়বার বাংলাদেশের জালে বল গেলেও অফসাইডের কারণে সেটি গোল হয়নি। বাকি সময়টা ভারতই উল্টো চাপ তৈরি করেছে বাংলাদেশের ওপর। ভারতের আধিপত্যের কোনো জবাব ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের।