ফটো ফিচার

মারাকানায় মারামারি: ছবিতে পুলিশের লাঠিচার্জ, রক্তাক্ত দর্শক

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দাঙ্গা বেঁধেছিল। এতে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মারাকানায় গ্যালারির এক অংশে আর্জেন্টিনার সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলের পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। আর্জেন্টিনার সমর্থকেরা পুলিশের ওপর গ্যালারির চেয়ার ছুড়ে মেরেছেন। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা দল অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর মাঠে ফেরেন মেসিরা এবং খেলা শুরু হয়। ছবির গল্পে ঘটনার খণ্ড খণ্ড অংশ দেখে নেওয়া যাক:
মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে মুখোমুখি আর্জেন্টিনার সমর্থক ও ব্রাজিলের পুলিশ
ছবি: রয়টার্স
আর্জেন্টিনার সমর্থকদের ওপর চড়াও হয় পুলিশ। সমর্থকেরা সরে যাওয়ার চেষ্টা করছেন
সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ। একজন পড়ে গিয়েছেন। তাঁকে তোলার চেষ্টা করছেন পাশের সমর্থক
আর্জেন্টিনার খেলোয়াড়েরা পুলিশ ও সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করছেন।
মেজাজ সামলাতে না পেরে পুলিশের প্রতি তেড়ে গিয়েছিলেন আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ
ব্রাজিল সমর্থকদের একাংশ। চোখেমুখে শঙ্কার ছাপ
দাঙ্গা শুরু হওয়ার পর গ্যালারি থেকে নেমে যাচ্ছেন ব্রাজিলের কিছু সমর্থক।
এক সমর্থকদের ওপর চড়াও পুলিশ
রক্তাক্ত এক সমর্থক
পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তার ওপর চড়াও কিছু সমর্থক
আর্জেন্টিনা দলের সতীর্থদের নিয়ে মাঠ ছাড়ছেন লিওনেল মেসি। পরে অবশ্য ফিরেও এসেছেন
পরিস্থিতি শান্ত হয়ে আসার পথে ব্রাজিল গোলকিপার আলিসনের সঙ্গে কথা বলছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল