রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের চার খেলোয়াড় (বাঁ থেকে) এমবাপ্পে, ভিনিসিয়ুস, বেলিংহাম ও রদ্রিগো
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের চার খেলোয়াড় (বাঁ থেকে) এমবাপ্পে, ভিনিসিয়ুস, বেলিংহাম ও রদ্রিগো

‘বিএমভি’ ত্রয়ীর সঙ্গে নিজের নামও যোগ করতে বললেন রদ্রিগো

কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে রিয়াল মাদ্রিদের বর্তমান দলকে ‘নতুন গ্যালাকটিকোস’ সম্বোধন করছে স্পেনের বেশ কিছু সংবাদমাধ্যম। গত বুধবার উয়েফা সুপার কাপ দিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের স্মরণীয় অভিষেকের পর রিয়ালের আক্রমণভাগে ‘ত্রিফলা’ও ফিরে এসেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে।

বেলিংহাম-এমবাপ্পে-ভিনিসিয়ুসকে নিয়ে গড়ে ওঠা আক্রমণভাগের ত্রয়ীকে সংক্ষেপে বলা হচ্ছে ‘বিএমভি’। নতুন এই আক্রমণভাগ এরই মধ্যে করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর ‘বিবিসি’ত্রয়ীকে মনে করিয়ে দিচ্ছে।

তবে ‘বিএমভি’ত্রয়ীতে নিজেদের নাম না থাকায় স্বাভাবিকভাবেই খুশি নন রিয়ালের আরেক ফরোয়ার্ড রদ্রিগো। ব্রাজিলের এই উইঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এক পোস্টে ‘বিএমভি’ ত্রয়ীর সঙ্গে তাঁর নামের প্রথম বর্ণ ‘আর’ যুক্ত করতে বলেছেন। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেছেন।

শুরুতে রদ্রিগোর এই পোস্টকে ‘ভুয়া’ দাবি করা হয়েছিল। কিন্তু দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রদ্রিগো সত্যিই এমন পোস্ট করেছিলেন। কিন্তু এটিকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করায় মুছে ফেলেছেন।

রিয়াল মাদ্রিদের বর্তমান দলকে ‘নতুন গ্যালাকটিকোস’ বলা হচ্ছে
ইনস্টাগ্রাম

রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে এমবাপ্পে গোল পেলেও পরশু রাতে লা লিগা অভিষেকে নিজের সেরাটা দিতে পারেননি। জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রও গোল পাননি। মায়োর্কার মাঠে ওই ম্যাচে রিয়ালের একমাত্র গোলটি করেন রদ্রিগো। পরে মায়োর্কা গোল শোধ করলে ১-১ ড্র নিয়ে ফিরতে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে হোয়াটসঅ্যাপ পোস্টে ‘বিএমভি’ত্রয়ীর মতোই নিজের স্বীকৃতি চান রদ্রিগো। তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, গতকাল (পরশু) আমরা যেমন ফল চেয়েছিলাম, তেমনটা হয়নি। লা লিগায় প্রতিটি পয়েন্টই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। আমার গোল ও দলের সমৃদ্ধি নিয়ে আমি খুশি। গত সপ্তাহে তারা বেলিংহাম, এমবাপ্পে ও ভিনির ত্রয়ী নিয়ে কথা বলেছিল। কিন্তু এখন তাদের এই সংক্ষিপ্ত রূপের (বিএমভিত্রয়ী) সঙ্গে রদ্রিগোর “আর” যুক্ত করতে হবে। আমাদের আক্রমণভাগ চতুষ্টয়ের এবং দলে বাকিরাও আছে। দলের প্রত্যেক সদস্যরই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা যেসব প্রতিযোগিতায় অংশ নেয়, সেখানেই তাদের মূল্য বোঝায়। বার্নাব্যুতে আমাদের পরবর্তী ম্যাচ। পুরো সপ্তাহ আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’

হোয়াটসঅ্যাপে পোস্ট করার পর রদ্রিগো যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলেন, তেমনটি পাননি। বরং ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনেক অনুসারী দাবি করেন, রদ্রিগো নিজেকে জাহির করতে তিন সতীর্থকে খাটো করে দেখছেন। কিন্তু তাঁর গণসংযোগ প্রতিনিধির বরাতে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, রদ্রিগোর উদ্দেশ্য এমন ছিল না। তিনি বরং দলগত ঐক্যের প্রতি জোর দিয়েছিলেন। যেহেতু এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই তিনি পোস্টটি মুছে ফেলেছেন।

লা লিগায় পরশু রাতে রিয়ালের একমাত্র গোলটি করেন রদ্রিগো

এমবাপ্পে রিয়ালে আসায় কোচ কার্লো আনচেলত্তি কীভাবে কৌশল সাজাবেন ও কোন ছকে খেলবেন, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শোনা যাচ্ছিল, এমবাপ্পের কারণে রদ্রিগোকে বেঞ্চে বসে থাকতে হবে কিংবা বদলি হিসেবে খেলার সুযোগ পাবেন। পর্যাপ্ত ‘ম্যাচ টাইম’ না পাওয়ায় রদ্রিগো রিয়াল ছেড়ে অন্য কোনো ক্লাবে নাম লেখাবেন, এমন গুঞ্জনও ছিল। তবে সে রকম কিছু এখনো হয়নি। উয়েফা সুপার কাপের পর লা লিগাতেও বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়ুসের সঙ্গে রদ্রিগোকে শুরুর একাদশে রেখেছেন আনচেলত্তি।

রিয়ালের পরের ম্যাচ আগামী রোববার। এদিন লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা।