বার্সেলোনা–নাপোলি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন লেভানডফস্কি ও ওসিমেন
বার্সেলোনা–নাপোলি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন লেভানডফস্কি ও ওসিমেন

আজ আরও একবার লেভা-ওসিমেন লড়াই

লড়াইটা কি তাহলে আরও একবার রবার্ট লেভানডফস্কি-ভিক্টর ওসিমেনের মধ্যেই হচ্ছে? নেপলসে গত মাসে ১-১ ড্র হওয়া প্রথম লেগে গোল পেয়েছেন দুজনই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগে আজ যখন আবার মুখোমুখি বার্সেলোনা-নাপোলি, খুব স্বাভাবিকভাবেই এ দুজনের ওপরই সবচেয়ে বেশি চোখ থাকবে। বার্সেলোনার জন্য সুবিধা, ম্যাচটা তাদের নিজেদের মাঠে। বার্সা কোচ জাভিরও আশা, ঘরের মাঠে খেলার পুরো সুবিধা নেবে তাঁর দল।

লা লিগার শিরোপার লড়াই থেকে অনেক পিছিয়ে পড়া বার্সা চাইবে মৌসুম শেষে অন্তত একটা ট্রফি জিতে কোচ জাভিকে বিদায় দিতে। চ্যাম্পিয়নস লিগ ট্রফির চেয়ে ভালো উপহার আর কী হতে পারে জাভির জন্য। অবশ্য এর জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বার্সার।

আজ অবশ্য ইতিহাস বার্সারই পক্ষে, চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে না হেরে আসা সর্বশেষ ২১ বারের মধ্যে ২০ বারই পরের রাউন্ডে গেছে কাতালানরা। লেভানডফস্কিও আছেন দারুণ ফর্মে, চ্যাম্পিয়নস লিগে নিজের সর্বশেষ ১২ ম্যাচে ১৮টি গোলে তাঁর অবদান। ১২টি করেছেন, করিয়েছেন আরও ৬টি।

ওসিমেনের ফর্ম ঠিক লেভার মতো এত দুর্দান্ত নয়। তবে চোটের কারণে নাপোলির হয়ে সব ম্যাচে খেলতে পারেননি। তবে সব প্রতিযোগিতা মিলে যে ২৩টি ম্যাচ খেলেছেন, তাতে ১৩ গোল তাঁর। করিয়েছেন আরও ৪টি। গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নাপোলি এবারও সেটার পুনরাবৃত্তি করতে আজ সবচেয়ে বেশি তাকিয়ে থাকবে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের দিকেই।

শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর কাছে হেরে গেছে আর্সেনাল

রাতের অন্য ম্যাচে আর্সেনালের মাঠে অতিথি পোর্তো। প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে হেরে আসা গানারদের জন্য আজ সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্ম। লিগে টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসা মিকেল আরতেতার দল এই ছন্দটা টেনে নিতে চায় ইউরোপেও। আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবাও বলেছেন, ‘ঘরের মাঠে আমাদের হারানো কঠিন। আমরা পরের রাউন্ডে যেতে সর্বস্ব দিয়ে লড়ব।’

তবে ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে প্রথম লেগ হেরে যাওয়াপ পর সর্বশেষ ১০ বারের মধ্যে ৯ বারই বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। একমাত্র ব্যতিক্রম ২০০৯-১০ মৌসুমে। ওই মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগ ২-১ গোলে হেরেও ফিরতি লেগ আর্সেনাল জিতেছিল ৫-০ গোলে, খেলেছিল কোয়ার্টার ফাইনালে।

১৪ বছর আগে আর্সেনালের প্রতিপক্ষ সেই দলটার নাম? পোর্তো!