যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন আগেই। সেখানেই প্রাক্–মৌসুম ক্যাম্প করছে বার্সেলোনা। কয় দিন ধরে ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরেছেন। দলের সঙ্গে অনুশীলনও করছিলেন। কাল আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেওয়া স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে। ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি তাঁর।
বার্সেলোনায় যোগ দিয়েই রোমাঞ্চিত এই গোলস্কোরার। পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে প্রথমেই বললেন, বার্সেলোনার মতো ক্লাবের অংশ হতে পেরে তিনি দারুণ গর্বিত, ‘আমি খুবই খুশি বার্সেলোনায় যোগ দিতে পেরে। গতকাল (পরশু) অনুশীলনে আমি এই ক্লাবের সম্ভাবনা টের পেয়েছি। আমি এখন এই বিখ্যাত ক্লাবটির অংশ হতে পেরে গর্বিত।’
পোলিশ আন্তর্জাতিক তারকা স্প্যানিশ ভাষাতেই নিজের অভিব্যক্তি জানিয়েছেন, ‘শুভ সকাল সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমার নাম রবার্ট লেভানডফস্কি। আমার দেশ পোল্যান্ড। আমি এখন বার্সেলোনায় থাকি।’ বার্সেলোনার জার্সিতে কেবল জিততেই চান লেভা, ‘ফুটবলে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, সবকিছু জয় করার জন্য বার্সেলোনা দারুণ একটা জায়গা।’
বায়ার্ন ছাড়ার ঘোষণা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বার্সেলোনায় খেলার ইচ্ছা জানিয়েছিলেন। তবে আর্থিক সমস্যায় জেরবার বার্সেলোনা এত দিন লেভানডফস্কির মতো তারকাকে কেনার আর্থিক সুবিধা–অসুবিধা খতিয়ে দেখেই পোল্যান্ডের তারকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। লেভানডফস্কিকে কেনার জন্য একই সঙ্গে চেষ্টা চালিয়ে গেছে পিএসজি ও চেলসির মতো ক্লাব। তবে লেভার কাছে বার্সাই ছিল পছন্দের ক্লাব। ধীরে ধীরে নিজের স্বপ্ন ও পেশাদারি চাহিদা মিলেছে বার্সেলোনার সঙ্গে।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা লেভানডফস্কিকে বার্সেলোনার ‘লেভানডো “গোল”ফস্কি’ হিসেবে দেখতে চান। কাল তিনি পরিচিতি পর্বে জানিয়ে দিয়েছেন নিজের ইচ্ছাটা, ‘ধন্যবাদ লেভাকে বার্সেলোনায় যোগ দেওয়ায়। আমরা তোমার মতো একজন খেলোয়াড়কে পেয়ে আনন্দিত ও আপ্লুত। আমরা তোমার মতো একজন খেলোয়াড়কেই চাই। আমরা জানি, তুমি কতটা পরিশ্রমী। আমরা সবাই মিলে বার্সেলোনাকে একটা শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।’
বায়ার্ন মিউনিখে থাকতেই লেভানডফস্কির সাবেক জার্মান সতীর্থ টমাস মুলার ‘লেভানডো “গোল” ফস্কি’ নামটা দিয়েছিলেন। লাপোর্তাও তাঁকে সে নামে ডেকেই বার্তাটা জানিয়ে দিয়েছেন, নতুন মৌসুমে লেভানডোফস্কির কাছ থেকে অনেক বেশি গোল তিনি চান। যে গোলগুলোয় নতুন করে রচিত হবে বার্সেলোনার সাফল্যের ইতিহাস।
ইন্টার মিয়ামির সঙ্গে বার্সেলোনার প্রাক্–মৌসুম প্রীতি ম্যাচে খেলেননি লেভানডফস্কি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের প্রীতি ম্যাচটা খেলতে মুখিয়ে লেভা। সোজাসাপটাই নিজের ইচ্ছাটা জানিয়েছেন তিনি, ‘আমি গোল করতে চাই অনেক। গোলের জন্য ক্ষুধার্ত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচটা খেলার ইচ্ছা আছে আমার।’