এই মৌসুমে আর এনজো ফার্নান্দেজকে পাচ্ছে না চেলসি। কুঁচকির চোটে ভোগা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অস্ত্রোপচার করিয়েছেন বৃহস্পতিবার। ফার্নান্দেজ বেশ কয়েক সপ্তাহ ধরেই ভুগছিলেন চোটে।
প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ছয় ম্যাচে ফার্নান্দেজকে পাবে না চেলসি। ২৩ বছর বয়সী তারকা জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে পারবেন কি না, প্রশ্ন আছে তা নিয়েও।
২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকাই রেখেছিলেন ফার্নান্দেজ। সেই বিশ্বকাপের পরপরই ২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ফার্নান্দেজকে কিনে নেয় চেলসি।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে ফার্নান্দেজের মৌসুম শেষ হয়ে যাওয়ার কথা, ‘কুঁচকির সমস্যায় ভোগা এনজো ফার্নান্দেজের আজ (কাল) সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে ২০২৩-২৪ মৌসুমে চেলসি আর পাবে না তাঁকে। কবহ্যামে চেলসির মেডিকেল বিভাগে চলবে ২৩ বছর বয়সী মিডফিল্ডারের পুনর্বাসনপ্রক্রিয়া।’
আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। প্রথম দিনই কানাডার বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে ফার্নান্দেজ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না প্রশ্ন সেটিই।