ক্লাব বিশ্বকাপে সরাসরি খেলবে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি
ক্লাব বিশ্বকাপে সরাসরি খেলবে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি

ক্লাব বিশ্বকাপ ২০২৫

সরাসরি খেলবে সিটি, রিয়াল ও চেলসি

পরের আসর থেকে ক্লাব বিশ্বকাপ আরও বড় পরিসরে হবে, খেলবে ৩২ দল, প্রথম আসরটা হবে যুক্তরাষ্ট্রে—এসব আগেই জানা গিয়েছিল। এই ৩২ দলের কোনটা কীভাবে আসবে, সেই পদ্ধতিও গতকাল জানিয়ে দিয়েছে ফিফা। সৌদি আরবের জেদ্দায় রোববার ফিফা কাউন্সিলের সভা শেষে আরও জানানো হয়েছে, ২০২৫ সালে পরবর্তী ক্লাব বিশ্বকাপ ১৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।

ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে নকআউট রাউন্ডে। এখনকার ফুটবল বিশ্বকাপও হয় এই ফরম্যাটে। এখন প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ নামে যে টুর্নামেন্ট হয়, সেটি অবশ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে না। এটি চালু থাকবে ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে।

তবে এখন যেমন উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী দল সেমিফাইনাল থেকে এই টুর্নামেন্ট শুরু করে, আগামী বছর থেকে তারা সরাসরি ফাইনালে খেলবে। এ ছাড়া অন্য মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলো নিজেদের মধ্যে খেলে একটা দল যাবে ফাইনালে।

নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে ১২টি দল, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি। আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা থেকে চারটি করে। ওশেনিয়া থেকে আসবে একটি আর একটি হবে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব। এক ক্লাব বিশ্বকাপ থেকে আরেক ক্লাব বিশ্বকাপের মাঝের চার বছরের পারফরম্যান্স অনুযায়ী ক্লাবগুলোকে র‍্যাঙ্কিং করা হবে। সেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ক্লাবগুলো। এই চার বছরের মহাদেশীয় চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি।

ক্লাব বিশ্বকাপ ট্রফি

বড় পরিসরে হতে যাওয়া প্রথম আসরে ইউরোপ থেকে সরাসরি জায়গা পাবে ২০২১ থেকে ২০২৪ চ্যাম্পিয়নস লিগের জয়ী ক্লাবগুলো। তার মানে চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির পাশাপাশি এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী দলেরও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া প্রথম আসরে খেলা নিশ্চিত। এ ছাড়া র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী ক্লাব বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো ও বেনফিকা।

এক দেশ থেকে দুটির বেশি দল ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে না, যদি না তারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আগামী ক্লাব বিশ্বকাপে ইংল্যান্ড থেকে এরই মধ্যে চেলসি ও সিটি জায়গা করে নিয়েছে। সুতরাং আর্সেনাল যদি আগামী ক্লাব বিশ্বকাপে খেলতে চায়, তাদের অবশ্যই এবারের চ্যাম্পিয়নস লিগ জিততে হবে।

এ ছাড়া গত তিন বছরের কোপা লিবার্তাদোরেস–জয়ী হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে আগামী ক্লাব বিশ্বকাপের জায়গা নিশ্চিত তিন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্সের।