২০১২–১৩ মৌসুমে সর্বশেষ স্যার আলেক্স ফার্গুসনের অধীন প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেবার ইউনাইটেডকে ট্রফি জিতিয়েই কোচিং ক্যারিয়ারকে বিদায় বলে দেন কিংবদন্তি এই কোচ।
কিন্তু কে জানত, ফার্গুসন নিজের সঙ্গে ক্লাবটির লিগ শিরোপার ভাগ্যও সঙ্গে নিয়ে যাবেন। এর পর থেকে এখন পর্যন্ত আর কোনো লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। এমনকি একের পর এক কোচ বদলেও আসেনি সাফল্য। তবে ক্লাবের সেই ভাগ্য এবার বদলাতে চান বর্তমান কোচ এরিক টেন হাগ।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে বাজে পারফরম্যান্সের জেরে বিদায়ের মুখেই ছিলেন টেন হাগ। তবে শেষ দিকে এসে এফএ কাপ জেতায় বেঁচে গেছে তাঁর চাকরি। কিন্তু বিপদ যে এখনো পুরোপুরি কাটেনি, তা নিশ্চিতভাবেই বলা যায়। আগামী মৌসুমে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে এই ডাচ কোচের ভবিষ্যৎ।
এ কারণে মৌসুম সামনে রেখে এখন থেকেই প্রস্তুতিতে মনোযোগী টেন হাগ। তাঁর মনে হচ্ছে, সামনের মৌসুমটা হবে যোগ্যদের টিকে থাকার মৌসুম। সে জন্য প্রতিটি পজিশনে নতুন খেলোয়াড় প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
মৌসুম শুরুর আগে দলবদলে এরই মধ্যে তরুণ সেন্টার ব্যাক লেনি ইওরো এবং ডাচ স্ট্রাইকার জশুয়া জিরকজেকে নিয়ে এসেছে ইউনাইটেড। তবে এটুকুতেই সন্তুষ্ট নন টেন হাগ। দলে সম্ভাব্য চোটের হানাকে মাথায় রেখে আরও খেলোয়াড় চান তিনি, ‘আমি যতটা সম্ভব শক্তিশালী স্কোয়াড চাই। এরই মধ্যে আমরা দারুণ দুজন খেলোয়াড় কিনেছি। দলের সবাই ফিট থাকলে আমরা যে কাউকে হারাতে পারি। তবে স্কোয়াডে আরও গভীরতা দরকার। কারণ, আমাদের দলে চোট সমস্যা আছে। এই মৌসুমটা হবে যোগ্যদের টিকে থাকার।’
গত মৌসুমে দলের দুরবস্থার জন্য চোটকে দায়ী করেছিলেন টেন হাগ। ২০২৪–২৫ মৌসুমে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চান না তিনি, ‘আমরা প্রতিটি পজিশনকে শক্তিশালী করে গড়ে তুলতে চাই। মাঠের প্রতিটি জায়গা নিজেদের দখলে আছে, সেটি নিশ্চিত করতে স্কোয়াড নিয়ে পরিকল্পনা করা দরকার।’
গত ২০ জুলাই প্রাক্–মৌসুম প্রতিযোগিতার ম্যাচে রেঞ্জার্সকে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্সেনালের মুখোমুখি হবে রেড ডেভিলরা ।