ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী স্ট্রাইকার ও লাৎসিওর অধিনায়ক চিরো ইম্মোবিলে। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল রোববার রাজধানী রোমের অলিম্পিকো স্টেডিয়ামের কাছে একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় ইম্মোবিলের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে তাঁর সঙ্গে দুই কন্যাসন্তানও ছিল। দুর্ঘটনায় ৩৩ বছর বয়সী তারকা পিঠে ও পাঁজরে আঘাত পেলেও সন্তানেরা অক্ষত আছে।
ইতালিয়ান সিরি ‘আ’তে শুক্রবার স্পেৎসিয়ার মাঠে লাৎসিওর ৩–০ ব্যবধানে জয়ের রাতে গোল করেছেন ইম্মোবিলে। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকাটা আরও পোক্ত করেছে তারা। ঘরের মাঠে আগামী শনিবার তুরিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাৎসিও। এর মধ্যেই এল বড় দুঃসংবাদ।
এক বিবৃতিতে লাৎসিও জানিয়েছে, ‘চিরো ইম্মোবিলে মেরুদণ্ডে আঘাত পেয়েছেন এবং তাঁর ডান পাঁজরে ফাটল ধরা পড়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো।’
ক্লাবের সবচেয়ে বড় তারকার দ্রুত সুস্থতা কামনা করে তারা আরও লিখেছে, ‘আগোন্তিনো জেমেল্লি বিশ্ববিদ্যালয় ক্লিনিকের জরুরি বিভাগে ইম্মোবিলেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর দেখভাল করছেন অধ্যাপক ফ্রান্সেসকো ফ্রানচেসি। অধিনায়ক, আমরা তোমার সঙ্গেই আছি।’