যোগ করা সময়ে মজিবর রহমান জনির গোলে কোনোরকমে হার এড়িয়েছে বসুন্ধরা কিংস
যোগ করা সময়ে মজিবর রহমান জনির গোলে কোনোরকমে হার এড়িয়েছে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

শেষ মুহূর্তের গোলে ব্রাদার্সের বিপক্ষে হার এড়াল কিংস

এ মৌসুমে বসুন্ধরা কিংসকে ঠিক চেনা যাচ্ছে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুধু টানা পাঁচবারের চ্যাম্পিয়নই নয়, বাংলাদেশের ফুটবলে গত কয়েক বছরে প্রায় সব শিরোপাই গেছে কিংসের ঘরে। এ দেশের ঘরোয়া ফুটবলে সাম্প্রতিককালে প্রায় ‘অজেয়’ এক দল হয়ে উঠেছে কিংস।

কিন্তু এ মৌসুমে সেই দলটিই যেন নিজেদের হারিয়ে খুঁজছে। মোহামেডান ও আবাহনীর বিপক্ষে হেরে প্রথম পর্বের শুরুতেই অনেকটা পিছিয়ে পড়া কিংস আজ নিজেদের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হারতে হারতে বেঁচে গেছে। যোগ হওয়া সময়ের ষষ্ঠ মিনিটে মজিবর রহমান জনির গোলে শেষ পর্যন্ত ১–১ ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কিংস।

শক্তিতে ব্রাদার্সের চেয়ে অনেক এগিয়ে কিংস। কিন্তু মাঠে আজ কিংসের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া খুব একটা দেখা গেল না। নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার অধীনে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়সমৃদ্ধ দলটিই কেমন যেন ছন্নছাড়া।

চেক সেনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন

আগের মৌসুমগুলোতে দুই ব্রাজিলিয়ান রবদন দা সিলভা আর দরিয়েলতন গোমেজ জুটি বেঁধে টেনেছেন কিংসকে। এবার দুই ব্রাজিলিয়ানের অভাব ভালোই টের পাচ্ছে দলটি।

অন্য দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা ও জোনাথন ফার্নান্দেজ আছেন বটে, কিন্তু তাঁরা এখনো নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রাদার্সের বিপক্ষেও এই দুজনের বোঝাপড়া ঠিক দেখা গেল না। গোল মিস করেছেন দুজনই, যার খেসারত দিয়েছে তাঁদের দল।

৩৮ মিনিটে দারুণ এক গোলে ব্রাদার্সকে এগিয়ে দিয়েছিলেন সেনেগালের ফুটবলার চেক সেনে। কৌশিক বড়ুয়ার ক্রস বক্সের মধ্যে বুক দিয়ে নামিয়ে শরীরটাকে এক মোচড়ে ঘুরিয়ে কিংসের জালে বল ঠেলে দেন সেনে। এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অন্যতম সেরা গোল এটি।

তবে আজ গোপীবাগের কমলা-বাহিনীর সেরা খেলোয়াড় ছিলেন অধিনায়ক ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা। জাতীয় দলের সাবেক এই গোলকিপার নিজের ক্যারিয়ারের শেষ মৌসুমটি কাটাচ্ছেন এবার। কিংসের ফরোয়ার্ডদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

৪৪ মিনিটে জোনাথনের প্রায় নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন আশরাফুল, ৬২ মিনিটে জোনাথনেরই আরেকটি শট রোখেন দারুণভাবে। ৬৮ মিনিটে সোহেল রানা সিনিয়রের দূরপাল্লার এক শট যেভাবে নিজের শরীর হাওয়ায় ভাসিয়ে ঠেকান, তাতে এটা নিশ্চিত, নিজের সেরা ফর্মে থেকেই ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি।

অসাধারণ গোলকিপিং করে ম্যাচসেরা হয়েছেন ব্রাদার্সের আশরাফুল ইসলাম রানা

পিছিয়ে পড়ার পর কিংস ব্রাদার্সের ওপর চাপ সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু সেই চাপে ব্রাদার্স ভেঙে পড়েনি। সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, আলমগীর মোল্লা ও মোহাম্মদ দিয়েরাদের নিয়ে গড়া ব্রাদার্সের রক্ষণভাগ বিপদ হতে দেয়নি কোনো।

গোলের জন্য মরিয়া কিংস শেষ পর্যন্ত সফল হয় যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। নিজের মার্কারকে বোকা বানিয়ে মজিবর রহমান জনি পৌঁছে যান নিচ থেকে লম্বা পাসে আসা বলের কাছে। তাঁর আলতো হেড ঠেকানোর মতো জায়গাতেই ছিলেন না গোলকিপার আশরাফুল।

কোনো রকমে হার এড়ানো কিংসের পয়েন্ট আপাতত ৫ ম্যাচে ৭। ২ জয় আর ২ হারের সঙ্গে একটি ড্র তাদের। এ মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম অবস্থানে তারা। তবে এই স্থানটিও হারাতে হতে পারে কাল শনিবার বাংলাদেশ পুলিশ যদি জয় তুলে নিতে পারে। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এই মুহূর্তে মোহামেডান।