প্রথমে খবর আসে কাতার বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার এনজো ফার্নান্দেজকে পাওয়ার লড়াইয়ে নেমেছে ইংল্যান্ডের তিন পরাশক্তি লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। পরের খবর ছিল ফার্নান্দেজকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে গেছে চেলসি। বেনফিকা আর ফার্নান্দেজের সঙ্গে চেলসির সমঝোতা হয়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছিল।
কিন্তু হঠাৎ সবকিছু কেমন পাল্টে গেল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের দলবদল নিয়ে সবশেষ খবর দিলেন বেনফিকার কোচ রজার শ্মিট নিজেই। জানিয়ে দিলেন, চেলসির সঙ্গে ফার্নান্দেজের দলবদলের যে অধ্যায়টি শুরু হয়েছিল, সেটি বন্ধ হয়ে গেছে!
বিশ্বকাপ-বিরতির পর পর্তুগালে ফিরে বেনফিকার হয়ে একটি ম্যাচ খেলে আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন ফার্নান্দেজ। ‘থার্টি ফাস্টের’ পার্টি করে আর্জেন্টিনা থেকে ফেরার পরের ম্যাচটিতে বেনফিকার স্কোয়াডেই ছিলেন না তিনি।
সেই সময় গুঞ্জন ওঠে, হয়তো চেলসিতে ফার্নান্দেজের যাওয়ার ব্যাপারটি পাকা হয়ে গেছে বলেই তাঁকে দলে রাখেননি শ্মিট। কিন্তু বেনফিকার কোচ সেই সময় বলেছিলেন, অনুমতি ছাড়াই আর্জেন্টিনায় যাওয়ার শাস্তি হিসেবে ফার্নান্দেজকে দলে রাখা হয়নি।
ফার্নান্দেজের দলবদল নিয়ে শ্মিট সবশেষ যে খবর দিলেন, চেলসির সমর্থকদের এতে আশাহতই হওয়ার কথা। বেনফিকার কোচ বলেন, ‘গত সপ্তাহে আমি যেমনটা বলেছি, প্রশ্নটা শেষ হয়ে গেছে। সে আমাদের খেলোয়াড়। এখানে সে সুখেই আছে। সে শুধু আমাদের দলের অংশই নয়, মূল খেলোয়াড়দের একজনও। (দলবদলের) অধ্যায়টি বন্ধ হয়ে গেছে।’
এর আগে ফার্নান্দেজের দলবদলের বিষয়টি চেলসি যেভাবে সামলানোর চেষ্টা করেছে, সেটা নিয়ে সমালোচনা করেছিলেন শ্মিট। অনেকে আবার ফার্নান্দেজের জন্য বেনফিকার হাকা দাম নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের রিলিজ ক্লজ ১২ কোটি ইউরো ধরেছে বেনফিকা। তারা সোজাসাপটা বলে দিয়েছিল, ফার্নান্দেজকে পেতে হলে রিলিজ ক্লজের পুরোটাই দিতে হবে।