সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত দুটি নাম সম্ভবত আর্জেন্টিনা ও লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও উৎসবের রেশ কমেনি এতটুকু। এখনো বিশ্বব্যাপী সমর্থকেরা ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তাঁরা। ‘আলবিসেলেস্তা’দের এই ঐতিহাসিক বিশ্বকাপ জয় মেসিকেও তুলে দিয়েছে ভিন্ন এক উচ্চতায়। মেসির হাতে বিশ্বকাপ দেখতেই যে মুখিয়ে ছিলেন বিশ্বব্যাপী কোটি আর্জেন্টিনা সমর্থক।
মেসির হাতে যাঁরা বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন অসংখ্য ভারতীয় সমর্থকও। দেশটিতে ছড়িয়ে–ছিটিয়ে থাকা মেসি–ভক্তদের মধ্যে আছে ছোট্ট জিভা সিং ধোনিও। সাত বছর বয়সী জিভা ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে।
তবে অন্য মেসি–ভক্তদের সঙ্গে জিভার বেশ পার্থক্যও আছে। তার গায়ে যে এখন খোদ মেসির সই করা জার্সি। যা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও হয়তো খুব কম জনের কাছে আছে। এর আগে অবশ্য বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহর হাতেও দেখা গিয়েছিল মেসির সই করা আর্জেন্টিনার জার্সি।
মেসির সই করা জার্সিটি পরা অবস্থায় জিভার ছবি তুলে তার আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করা হয়েছে। যেখানে একটি ছবিতে ধোনি–কন্যাকে মেসির সইয়ের দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করতে দেখা যায়।
যেখানে স্প্যানিশ ভাষায় লেখা, ‘পারা জিভা’ যার অর্থ ‘জিভার জন্য’। এই লেখার নিচে আছে মেসির স্বাক্ষর। আর এই ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’
বিশ্বকাপ জয়ের মিশন শেষ করে মেসি এখন তাঁর জন্ম শহর রোজারিওতে অবস্থান করছেন। বিরতি শেষে আজ থেকে লিগ ওয়ান মাঠে ফিরলেও ১১ জানুয়ারির আগে ফেরা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। তাঁকে ছাড়াই আজ রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলতে নামবে পিএসজি।
ইতিমধ্যে প্যারিসের ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তও নাকি নিয়েছেন মেসি। অন্যদিকে কাতারে মেসি যে হোটেলকক্ষে অবস্থান করছিলেন সেটিকে জাদুঘরে রূপান্তর করার উদ্যোগও নিয়েছে কৃর্তপক্ষ।