ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্দি
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্দি

পাওনা টাকার জন্য ম্যান সিটির বিরুদ্ধে মামলা মেন্দির

পাওনা টাকা না পাওয়ার অভিযোগ তুলে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মামলা করেছেন দলটির সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। যুক্তরাজ্যের কর্মসংস্থান ট্রাইব্যুনালে গতকাল মেন্দি এ মামলা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার নিক দে মার্কো।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা মেন্দি ২০১৭ সালে ডিফেন্ডারদের দলবদলে বিশ্ব রেকর্ড গড়ে (৬৪ কোটি ৮০ লাখ ডলার) এএস মোনাকো ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তবে ২০২১ সালের আগস্টে তাঁর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাঁর বিরুদ্ধে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলা করেন একাধিক নারী।

এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিলে সিটি তাঁকে বরখাস্ত করে। পরবর্তী সময়ে ইংলিশ ক্লাবটি এ–ও জানিয়ে দেয়, চুক্তির মেয়াদ শেষ হলে মেন্দিকে তারা ছেড়ে দেবে।

এক নারী ভক্তের সঙ্গে মেন্দির সেলফি

তবে মেন্দির বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না মেলায় এ বছরের শুরুতে সব ধরনের মামলা থেকে তিনি অব্যাহতি পান। আর গত জুলাইয়ে তাঁকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি দেন চেস্টার ক্রাউন কোর্ট। এর এক মাস আগেই তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় সিটির। এরপর তিনি যোগ দেন স্বদেশি ক্লাব লোরিয়ায়।

২০২১ সালের আগস্টে মেন্দিকে বরখাস্ত করার পর থেকে এ বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সিটি কর্তৃপক্ষ তাঁকে কোনো পারিশ্রমিক দেয়নি বলে অভিযোগ এনেছেন। তাঁর আইনজীবী নিক দে মার্কোর দাবি, নির্দোষ প্রমাণিত হওয়ার পরও কোনো কানাকাড়ি না পাওয়া আইনানুযায়ী ‘পারিশ্রমিক থেকে অননুমোদিত কর্তন’–এর শামিল। তাই পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে সিটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বেঞ্জামিন মেন্দির আইনজীবী ব্যারিস্টার নিক দে মার্কো

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স ও ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে নিক দে মার্কো বলেছেন, ‘২০২১ সালের সেপ্টেম্বর থেকে চুক্তির মেয়াদ পর্যন্ত ম্যানচেস্টার সিটি মেন্দিকে পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগ কর্মসংস্থান ট্রাইব্যুনালে তোলা হবে।’

তবে মেন্দি সিটির কাছ থেকে কত টাকা পাবেন, সেটা নির্দিষ্ট করে বলেননি। রয়টার্স ও স্কাই স্পোর্টস তাদের প্রতিবেদনে ‘মাল্টি মিলিয়ন পাউন্ড’ লিখেছে।

রয়টার্স ও স্কাই স্পোর্টস মেন্দির করা মামলার ব্যাপারে জানতে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানায় তারা।