কার্লো আনচেলত্তির দল ফাইনালে উঠবে আর ফাইনাল শেষে মাতবে শিরোপা জয়ের উৎসবে। ফুটবলে সবচেয়ে পরিচিত দৃশ্যের একটি তো এমনই। গত এক যুগে যে মাত্র একটি ফাইনালেই হেরেছে ইতালিয়ান কোচের দল। যন্ত্রণার সেই স্মৃতিও অবশ্য ধূসর হতে শুরু করেছে। আনচেলত্তির দল যে সর্বশেষ ফাইনাল শেষে হাসতে পারেনি ২০১৪ সালে।
আজ রোববার আরেকটি ফাইনাল খেলবে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দলটির প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আজও কি তাহলে এল ক্ল্যাসিকো জিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে রিয়াল?
গতকাল শনিবার ফাইনালের আগের সংবাদ সম্মেলনে ফাইনালে আনচেলত্তির অবিশ্বাস্য রেকর্ডের কথা বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে মনে করিয়ে দিলেন একজন। সেই রেকর্ডের কথা শুনে একটু মজাও করে নিলেন বার্সা কোচ, ‘আপনি আমার কোনো আশা দেখছেন না, তাই তো? রেকর্ড তো ভাঙার জন্যই, আর আপনার মনে রাখা উচিত আমার ফাইনাল-ভাগ্যও খুব ভালো।’
কাতারে পাঁচবার ফাইনাল খেলে পাঁচবারই যে তাঁর সাবেক দল আল সাদ চ্যাম্পিয়ন হয়েছে, সেটিই মনে করিয়ে দিলেন জাভি।
সব সময় যেভাবে দেখে এসেছি এখনো রিয়ালকে সেভাবেই দেখি—সব বিভাগেই শক্তিশালী একটা দল। ওরা ঘরোয়া ও ইউরোপীয় চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই। ফাইনালে ওরা অন্য মাত্রার এক দল হয়ে ওঠে।জাভি, বার্সা কোচ
গত অক্টোবরে লা লিগায় সর্বশেষ এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। তবে এরপর লিগে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে জাভির দল। জাভির চাওয়া আজ লিগের ফর্মই কাপে টেনে আনবে তাঁর দল, ‘আমাদের মনে রাখতে হবে, একটা দল হিসেবে আমরা কোথায় আছি। আর আপনি যে মনে করিয়ে দিলেন ২০১০ সালের পর মাত্র একটি ফাইনালে হেরেছেন আনচেলত্তি, সেই তথ্য শুধু আমাকে আরও উদ্দীপ্তই করবে।’
তবে প্রতিপক্ষ রিয়ালকে সমীহই করছেন ১৭ বছর বার্সার হয়ে পেশাদার ফুটবল খেলা জাভি, ‘সব সময় যেভাবে দেখে এসেছি এখনো রিয়ালকে সেভাবেই দেখি—সব বিভাগেই শক্তিশালী একটা দল। কৌশলগতভাবে তারা দারুণ গোছালো ও শক্তিশালী। তাদের এমন সব খেলোয়াড় আছে, যারা কিনা পার্থক্য গড়ে দিতে পারে। ওরা আসলেই শক্তিশালী প্রতিপক্ষ। ওরা ঘরোয়া ও ইউরোপীয় চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই। ফাইনালে ওরা অন্য মাত্রার এক দল হয়ে ওঠে।’
রিয়ালের প্রশংসা এখানেই থামাননি জাভি, ‘যেহেতু সামনে রিয়াল মাদ্রিদ, আমরা একটু বেশিই উদ্দীপ্ত। ক্যাবিনেটে একটি ট্রফি যোগ হলেই সবকিছু বদলে যেতে পারে। তবে মনে রাখতে হবে, রিয়াল ভয়ংকর, সেটা তারা ভালো খেলতে না পারলেও।’
তাঁর তরুণ দলের জন্য ফাইনালটা নিজেদের প্রমাণ করার উপলক্ষ, সেটিও বললেন জাভি, ‘আপনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলার জন্যই তো ফুটবল খেলেন। ট্রফি জেতার অনেক বড় উপলক্ষ এটি। বার্সেলোনায় জয় নিয়ে কোনো আপস নেই। আমরা এ জন্যই খেলি। আমাদের লক্ষ্য ট্রফি জেতা। আরেকটা ট্রফি জেতার খুব কাছে আছি আমরা, আর সেটি পেতেই ঝাঁপিয়ে পড়ব। আমাদের প্রতিপক্ষ কারা, সেটি দেখে নয়, নিজেদের জন্যই ট্রফিটি জিততে চাই আমরা।’