‘এই ড্র–টাকে জয়ের মতো মনে হচ্ছে’—কথাটা রাউল দি তমাসের।
দি তমাস খুব একটা ভুল বলেননি, তাঁর দল রায়ো ভায়েকানো যে ড্র করেছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আজ ঘরের মাঠে দি তমাসের গোলেই ‘বড়লোক’ প্রতিবেশীদের কাছ থেকে ২ পয়েন্ট কেড়ে নিয়েছে ভায়েকানো। সেই রিয়াল, যারা গত সপ্তাহে শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী জিরোনাকে ৪-০ গোল উড়িয়ে দিয়েছিল।
রোববারের লা লিগা ম্যাচটিতে জুড বেলিংহামকে ছাড়া খেলা রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নতুন কোচ ইনিগো পেরেজের অধীনে প্রথম ম্যাচ খেলা ভায়েকানো। হোসেলুর গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ২৭ মিনিটে দি তমাসের পেনাল্টিতে সমতায় ফেরে ভায়েকানো। ভায়েকানো পেনাল্টি পায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে। রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার হ্যান্ডবলের অপরাধের শাস্তি পায় রিয়াল। কিকে পেরেজকে কনুই দিয়ে আঘাতের দায়ে ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ডও দেখেছেন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল।
দুইয়ে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। দুদলের পার্থক্য এখন ৬ পয়েন্টের। তবে সোমবার জিরোনা অ্যাথলেটিক বিলবাওকে হারালে ব্যবধান কমে আসবে। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬। ২৫ ম্যাচে ৫৪ ও ৫১ পয়েন্ট নিয়ে এরপরই আছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে ১ পয়েন্ট পাওয়ার পরও ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ভায়েকানো।
এমন একটা দলের বিপক্ষে পয়েন্ট হারানোর পরও অবশ্য খুব বেশি হতাশ নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের কাছে এই ১ পয়েন্টের গুরুত্বও যে কম নয়, ‘আমাদের সব ম্যাচই জেতা উচিত, তবে লিগ জিততে হলে যেসব ম্যাচ আপনি জিতবেন না, সেগুলোতে কিন্তু হারা চলবে না। মাঝেমধ্যে ড্র করে একটু ক্ষতিগ্রস্ত হবেন, তবে এটাই আবার লিগ জয়ের আরেকটু কাছে নিয়ে যাবে আপনাকে।’
এ মৌসুমে লা লিগায় রিয়ালের এটি পঞ্চম ড্র। মাত্র একটি ম্যাচ হারা দলটি জিতেছে ১৯ ম্যাচে। লিগে সর্বশেষ ১৯ ম্যাচে অপরাজিত দলটি আগামী রোববার মুখোমুখি হবে সেভিয়ার।
তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দে ডান প্রান্ত দিয়ে উঠে ক্রস বাড়ান হোসেলুকে। হোসেলু গোল করলেও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা উড়িয়েছিলেন। ভিএআরের পরামর্শেই পরে গোলের বাঁশি বাজান রেফারি। হোসেলু পরে আরেকবার জাল জড়িয়েছিলেন বল। তবে ক্রস দেওয়ার আগে লুকাস ভাসকেজ মাঠের বাইরে চলে যাওয়ায় গোলের বাঁশি বাজেনি।
২৭ মিনিটে দি তমাসের গোলে ভায়েকানো সমতা ফেরানোর পর রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবারই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ভালভের্দের শট পোস্টে লাগে, ম্যাচের শেষ দিকে বদলি নামা টনি ক্রসের ফ্রি–কিক বাঁচিয়ে দেন ভায়েকানো গোলরক্ষক স্তোলে দিমিত্রিফস্কি। যোগ করা সময়ে কারভাহালকেও গোলবঞ্চিত করেন এই মেসিডোনিয়ান গোলরক্ষক। ওই গোল মিসের পরপরই লাল কার্ড দেখেন স্প্যানিশ রাইটব্যাক।