‘কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফিটা লিওনেল মেসি উঁচিয়ে ধরেছেন সেই ১৮ ডিসেম্বর। দেখতে দেখতে প্রায় তিন সপ্তাহ কেটে গেল। কিন্তু বিশ্বকাপ শিরোপা জয়ের ঘোর থেকে যেন বেরোতেই পারছেন না মেসি!
আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা জয়ের খরা কাটানোর পর কাতারেই উন্মাতাল উদ্যাপন করেছেন মেসি আর তাঁর সতীর্থরা। উৎসব চলেছে দেশে ফেরার বিমানেও। দেশে ফিরে মেসিরা ছাদখোলা বাসে বুয়েনস এইরেসের রাস্তায় ঘুরেছেন। এরপরও চলেছে উদ্যাপন।
দেশে শিরোপা উদ্যাপন শেষ করে প্যারিসে ফিরেছেন মেসি। কিন্তু এখনো তিনি বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো নিয়ে মগ্ন আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ছবিগুলো দেখলে যে কারও এটাই মনে হবে।
আজও নিজের ফেসবুক আর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন মেসি। বিমানে সতীর্থদের সঙ্গে তিনি। সামনে রাখা আছে বিশ্বকাপের ট্রফি। এই ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘আমাকে কীভাবে বোঝাবেন যে জাদু বলে কিছু নেই!’
মেসির এই পোস্টে অনেকেই অনেক মন্তব্য করেছেন। আদতে মেসি ফুটবলের জাদু নিয়েই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁর সতীর্থ রদ্রিগো দি পল মেসির প্রশংসাই করেছেন। তিনি লিখেছেন, ‘তোমার মতো জাদুকর থাকতে জাদু আবার না থাকে কী করে!’