লেভার গোল উদ্‌যাপন
লেভার গোল উদ্‌যাপন

রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দটা ধরে রেখেছে বার্সেলোনা। রিয়াল বেতিসের মাঠে গতকাল রাতে বার্সা জিতেছে ২-১ গোলে। গোল করেছেন রাফিনিয়া ও রবার্ট লেভানডফস্কি। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে নিজেদের অবস্থানটা আরও সুদৃঢ় করল দলটি।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে এখন ৮ পয়েন্টে এগিয়ে। ১৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫০ এবং ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। আজ রাতে অবশ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে জিতে ব্যবধান কমিয়ে আনার সুযোগ আছে রিয়ালের।

বেতিসের মাঠে ম্যাচের শুরু থেকে বার্সেলোনার আক্রমণভাগের সঙ্গে বেতিস গোলরক্ষক রুই সিলভার লড়াইটা জমে ওঠে। প্রথমার্ধে বার্সাকে একাধিকবার গোল বঞ্চিত রাখেন এই গোলরক্ষক। রোনাল্ড আরাউহোর ক্রসে রাফিনিয়া লক্ষ্যভেদ করার আগে শুধু পেদ্রিকেই তিনবার গোল বঞ্চিত করেছেন সিলভা।

গোলের পর রাফিনিয়া

আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও বার্সাকে এদিন এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। রাফিনিয়া এগিয়ে দেওয়ার পর ৮০ মিনিটে জটলার ভেতর বল পেয়ে লক্ষ্যভেদ করে বার্সাকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।

৮৫ মিনিটে অবশ্য হুলিয়েন কুন্দের আত্মঘাতী গোলে ম্যাচ ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বেতিস। তবে সেই গোলটি শুধু সান্ত্বনা হয়েই থাকল। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিসের উইলিয়াম কারাভালহো।

লিগে দারুণ খেলতে থাকা বার্সা এনিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতল। খেলা শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা দারুণ ফুটবল খেলেছি। ম্যাচের কয়েকটি পর্যায়ে আমরা দুর্দান্ত ছিলাম। ফলের পাশাপাশি তাই আমি খেলার ধরন নিয়েও খুশি। আগের ম্যাচগুলোর চেয়ে আমরা অনেক উন্নতিও দেখিয়েছি।’