ছবিতে বেকেনবাওয়ারের ফুটবলজীবনের গল্প

১৯৬৪ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন বায়ার্ন মিউনিখ দিয়ে, শেষ করেছেন এমএলএসের দল নিউইয়র্ক কসমসে ১৯৮৩ সালে। এর মাঝে জাতীয় দলে খেলেছেন ১২ বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি করে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপসহ জিতেছেন ২০টি শিরোপা। বিশ্বকাপ জিতেছেন কোচ হিসেবেও। ছবিতে দেখে নেওয়া যাক ‘সম্রাট’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের গল্প—
১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জার্মানির বেকেনবাওয়ার (বাঁয়ে)
খেলোয়াড়ি জীবনে বেকেনবাওয়ার
১৯৭৪ বিশ্বকাপের ট্রফি হাতে নিচ্ছেন জার্মানির অধিনায়ক বেকেনবাওয়ার
বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটাচ্ছেন বেকেনবাওয়ার
জার্মানির কোচের ভূমিকায় বেকেনবাওয়ার। তাঁর অধীন ১৯৯০ বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি
নিজের ভাস্কর্যের সামনে বেকেনবাওয়ার
২০০৬ বিশ্বকাপের আয়োজক ছিল জার্মানি। সেই বিশ্বকাপে আয়োজক কমিটিতে ছিলেন বেকেনবাওয়ার। বিশ্বকাপ চলাকালে খুদে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন কিংবদন্তি ফুটবলার
২০০৭ সালে পেয়েছেন লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা
দুই বিশ্বকাপজয়ী—১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিস্টিয়ান কারেম্বুর সঙ্গে বেকেনবাওয়ার
নিউইয়র্ক কসমসের দুই সাবেক খেলোয়াড় পেলে ও বেকেনবাওয়ার
১৯৭০ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে বেকেনবাওয়ার
১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পর খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন জার্মানির কোচ বেকেনবাওয়ার
জার্মানিতে ২০০৬ বিশ্বকাপের আয়োজক কমিটির প্রেসিডেন্ট বেকেনবাওয়ার ক্যামেরায় ধরা পড়েছিলেন এভাবেই
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়াড নিচ্ছেন বেকেনবাওয়ার
ডেভিড বেকহামের সঙ্গে বেকেনবাওয়ার
ফুটবলের ‘রাজা’ পেলের সঙ্গে ‘সম্রাট’ বেকেনবাওয়ার
স্ত্রী হেইডি ওয়েইটের সঙ্গে খেলা দেখতে ফুটবল মাঠে বেকেনবাওয়ার