দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ
দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ

লক্ষ্য পূরণ হয়নি, মেজাজ হারিয়ে কাবরেরা বললেন ‘সব সময় সমালোচনা ঠিক নয়’

মালদ্বীপের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। লক্ষ্য ছিল এই দুটি ম্যাচ জিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে আগামী মাসে এএফসি এশিয়ান কাপে বাছাইপর্বের ড্রয়ে পট চার থেকে পট তিনে উঠে আসা। তিন নম্বর পট বা পাত্রে জায়গা পেলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেত বাংলাদেশ। কিন্তু মালদ্বীপের সঙ্গে ঘরের মাঠে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ জিতলেও প্রথমটি হেরে যাওয়ায় বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা নেই বললেই চলে।

দ্বিতীয় ম্যাচে আজ মালদ্বীপের সঙ্গে ২-১ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরাও তা মেনে নিয়েছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতির সম্ভাবনা দেখছি না। কারণ, আমরা একটি ম্যাচ হেরেছি।

আমার ধারণা, পট চার থেকে তিনে আসার কোনো সম্ভাবনা নেই আমাদের। বলতে পারেন, আমি হতাশ হয়েছি এতে। আসলে আমাদের দুটি ম্যাচই জেতা উচিত ছিল। আমরা পারিনি প্রথমটি জিততে।’ বাংলাদেশের কোচ সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মেজাজ হারিয়ে সংবাদমাধ্যের সমালোচনাও করেন।

বছরের আট ম্যাচে মাত্র দুটি জয়। একটি থিম্পুতে ভুটানের সঙ্গে, অন্যটি আজ মালদ্বীপের বিপক্ষে। সব মিলিয়ে বছরটাকে কীভাবে মূল্যায়ন করবেন ? এমন প্রশ্নে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আসলে আরেকটি জয় আমাদের প্রাপ্য ছিল। থিম্পুতে ভুটানের কাছে হারটা আমি মানতে পারছি না। ঢাকায় মালদ্বীপের সঙ্গে জেতার মতো খেলেও জিততে পারিনি। এটা হতাশার।’

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা

আগামী মাসে বাফুফের সঙ্গে তাঁর চুক্তি শেষ। টানা তিন বছর বাংলাদেশের কোচ হিসেবে কাজ করলেন। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে কদিন আগে কাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘মালদ্বীপের সঙ্গে ম্যাচ দুটি শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলব না।’

মালদ্বীপের সঙ্গে দুটি ম্যাচই শেষ। এখন আলোচনার সময়। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় ভালোই বলে জানিয়ে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘বাংলাদেশে কাজ করে আমি খুশি। এখানে আমার ভালো সময় কেটেছে। চুক্তি শেষ হচ্ছে আগামী মাসে। এখন নতুন বাফুফের সভাপতির সঙ্গে কথা বলব। দেখি কী হয়।’

এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘আজ দারুণ খেলেছে বাংলাদেশ। কতটা খুশি আপনি?’ কোচ বলেন, ‘জিতেছি, আমি অবশ্যই খুশি। তবে প্রথম ম্যাচেও আমরা অনেক ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেও গোলটা পাইনি।’

কথা বলতে বলতে হঠাৎ বিনা কারণেই মেজাজ হারিয়ে সাংবাদিকদের বলেন, ‘তোমরা শুধু সমালোচনার মধ্যেই থাকো। এটা করতেই তোমরা ভালোবাসো। এটা ঠিক নয়।’