লা লিগায় রেফারিং নিয়ে কিছুদিন ধরেই সোচ্চার বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এমনকি রিয়াল মাদ্রিদের ওপর রেফারিদের প্রভাবিত করার অভিযোগও এনেছেন জাভি। এবার নিজেদের ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সা কোচ। কাল লা লিগায় আলাভাসের বিপক্ষে ভিতর রকিকে দেখানো লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বার্সাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার অনুরোধও জানিয়েছেন জাভি।
আলাভাসের মাঠে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে রকি বদলি হয়ে নামেন ৫৯ মিনিটে। এর ৪ মিনিট পর দলের তৃতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। এরপর ম্যাচের ৬৭ থেকে ৭২—৫ মিনিটের মধ্যে ২টি হলুদ কার্ড দেখেন তিনি।
যদিও দ্বিতীয় ঘটনায় আলাভেস ডিফেন্ডার রাফা মারিনকে করা তাঁর ফাউলটি কার্ড দেখানোর মতো ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক। ডাগআউটে জাভিকেও তাৎক্ষণিকভাবে রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা যায়। এমনকি ম্যাচের পরও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জাভি।
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আমার কিছুই বলার প্রয়োজন নেই। নেগ্রেইরা কেসের (বার্সার বিরুদ্ধে রেফারিকে অন্যায় সুবিধা দেওয়ার মামলা) মূল্য আমরা দিচ্ছি। এটাই বাস্তবতা। এটাই আমি অনুভব করি। যে বিষয়টি আমি চাইতে পারি, তা হলো তারা আমাদের অন্তত খেলতে দিক। এটুকুই আমি বলতে পারি। আমি আর কখনো রেফারিদের নিয়ে কোনো কথা বলব না।’
এর আগে রিয়াল-আলমেরিয়ার ‘বিতর্কিত’ ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাভি। তিনি বলেছিলেন, ‘আমি হেতাফে ম্যাচের দিনই বলেছি, এই লিগ জেতা কঠিন হয়ে যাচ্ছে। অনেকের হয়তো মনে পড়বে না, কিন্তু এবারের আসরে আমরা আরও ৬ পয়েন্ট পেতে পারতাম। এখানে অজুহাত দিচ্ছি না। এগুলো বাস্তবতা। কিছু ব্যাপার আছে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। সবাই দেখেছে আজ কী ঘটেছে।’
এরপর ২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে আবার একই প্রসঙ্গে কথা বলেন জাভি। তিনি সে সময় বলেছেন, ‘তারা প্রতি সপ্তাহে রেফারিদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে, যেটা আমি পছন্দ করি না। আমরা মনে হয় এটি এই প্রতিযোগিতাকে কিছুটা দূষিত করেছে।’