পোর্তিলিওর গোলে সেমিতে ব্রাজিল
পোর্তিলিওর গোলে সেমিতে ব্রাজিল

প্যারিস অলিম্পিক

আর্জেন্টিনার হয়ে প্রতিশোধ নিল ব্রাজিল, টিকে রইল মার্তার অলিম্পিক-স্বপ্ন

ফ্রান্সের কাছে সংঘাতময় এক ম্যাচে ১-০ গোলে হেরে অলিম্পিকের শেষ আট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার ছেলেরা। ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ছেলেরা না পারলেও ব্রাজিলের মেয়েরা ঠিকই পেরেছে। যেন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের ‘প্রতিশোধ’টা তারাই নিয়ে নিল। ব্রাজিল ম্যাচটি জিতেছে ১-০ গোলে। এই জয়ে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মার্তার অলিম্পিক সোনা জয়ের স্বপ্নটাও ভালোভাবে বেঁচে থাকল। এখন অপেক্ষা শুধু আর দুই ম্যাচের বাধা পেরোনোর।

এবারের অলিম্পিকে ফুটবলে যাদের ওপর সবচেয়ে বেশি দৃষ্টি ছিল মার্তা তাঁদের অন্যতম। ছয়বারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন অবশ্য প্রায় ভেঙে যেতেই বসেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হারা ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেই ম্যাচের পর মার্তার অলিম্পিক স্বপ্ন শেষ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

এমনকি গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে হেরেও যায় তারা। তবে এরপরও গ্রুপে তৃতীয় সেরা হয়েছে কোনোভাবে শেষ আটের টিকিট পায় ব্রাজিল। যেখানে নিজেদের সেরা খেলোয়াড় মার্তাকে ছাড়াই ফ্রান্সের মুখোমুখি হয় ব্রাজিল এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। ব্রাজিলের হয়ে এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন গাবি পোর্তিলিও। ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তাঁর এই গোল স্ট্যান্ডে বসেই উদ্‌যাপন করেছেন মার্তা।

ব্রাজিলের উদ্‌যাপন

শেষ আটে খেলতে না পারলেও নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মঙ্গলবার শেষ চারে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মার্তা। গ্রুপপর্বে ২-০ গোলে হারায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও। তবে সেই ম্যাচ জিতুক বা হারুক অলিম্পিক মেডেল জেতার সুযোগ থাকবে ব্রাজিলের। ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জনের মালিক হলেও এখনো অলিম্পিক কিংবা বিশ্বকাপের চূড়ান্ত শিরোপা জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে জিতেছিলেন রুপা।

অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও পরে ২-২ গোলে ড্র করে স্পেন। টাইব্রেকারে স্প্যানিশ মেয়েরা ম্যাচ জিতে নেয় ৪-২ গোলে। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ব্রাজিলের চ্যালেঞ্জ।