বিরাট কোহলি ও লোকেশ রাহুল
বিরাট কোহলি ও লোকেশ রাহুল

বিশ্বকাপ ফাইনাল ‘বিভক্তি’ আনছে ভারত দলে

‘আমরা বেশির ভাগ যাদের সমর্থন করছিলাম, এরই মধ্যে বাদ পড়ে গেছে’
লোকেশ রাহুলের কথায় হাসির রোল উঠল সংবাদ সম্মেলনকক্ষে। ফুটবল বিশ্বকাপ ফাইনালে ভারত দলের মধ্যে সমর্থনের ক্ষেত্রে কেমন বিভক্তি দেখা যাবে, এমন প্রশ্নে উত্তরটা দিলেন ভারত অধিনায়ক।

তবে টেস্ট জয়ের পর নির্ভার রাহুলরা ফাইনালটা উপভোগই করবেন। খেলা দেখা মজার করে তুলতে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে ফাইনালে একেকজন একেক দলকে সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি।

শেষ দিন ৪৮ মিনিটের মধ্যেই চট্টগ্রাম টেস্ট জয় নিশ্চিত করেছে ভারত। ফলে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া আজকের ফাইনাল ম্যাচটি উপভোগ করার দারুণ এক সুযোগই তাদের সামনে। আজ রাতে খেলা দেখার পরিকল্পনার রাহুল জানালেন এভাবে, ‘সবাই একসঙ্গে দেখব। খাওয়াদাওয়া করব। (টেস্টের) পাঁচ দিন আসলে লম্বা সময়, বেশ ক্লান্তিকর। আজ উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল। আমরা সবাই ফুটবল ভালোবাসি, আপনারা আমাদের ওয়ার্মআপে ফুটবল খেলতে দেখে থাকবেন। হোটেল রুমেও ফিফা (গেম) তো চলেই।’

জয়ের পথে গতকালই অনেকটা এগিয়ে গেলেও ভারতকে অপেক্ষায় রেখেছিল বাংলাদেশ। আজ অবশ্য দ্রুতই সে জয় পেয়ে যায় তারা। টেস্ট ম্যাচ জয় সব সময়ই বাড়তি তৃপ্তির, রাহুলরা তাই ফাইনাল উপভোগ করবেন নির্ভার হয়েই, ‘এখন ছেলেরা একটু নির্ভার। খেলা দেখাটা ইন্টারেস্টিং হবে।’

ভারত দলে কার সমর্থন কোন দলের পক্ষে থাকবে, জবাব দিয়েছেন রাহুল

ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই দলই আজ রাতে লুসাইল স্টেডিয়ামে নামবে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা জিততে। ভারত দলে কার সমর্থন কোন দলের পক্ষে থাকবে, এমন প্রশ্নের জবাবে রাহুল বললেন, ‘আমি জানি না (দলে বিভক্তি থাকবে কি না)। আমার মনে হয়, আমাদের বেশির ভাগের ক্ষেত্রেই যে দলের সমর্থন করছিলাম, এরই মধ্যে বাদ পড়ে গেছে। ব্রাজিল সমর্থক ছিল কিছু, কিছু ইংল্যান্ড সমর্থক ছিল। আমি আসলে জানি না, কে ওইভাবে আর্জেন্টিনা বা ফ্রান্সের সমর্থক। আমরা তাই ম্যাচটা উপভোগ করব শুধু।’

তবে খেলা দেখার আগে একটা বিভক্তি তৈরি হবেই ভারত দলে, ‘খেলা দেখাটা ইন্টারেস্টিং হবে। মনে হয় আমরা একটু বিভক্ত থাকব, এটাই তো আসলে খেলা দেখার মজা, তা–ই না? মজা হবে।’

সিরিজের সূচি অনুযায়ী, আগামীকাল চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা বাংলাদেশ ও ভারত দুই দলেরই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে এর আগে চট্টগ্রাম টেস্ট জয়, ফাইনাল দেখার তৃপ্তি সঙ্গী হচ্ছে ভারত দলের।