এক বছরের মধ্যে তিনটি কাপ ফাইনাল, সাফল্যখরার মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব এটিকে সাফল্য মনে করতেই পারে।
গত বছর এই মে মাসেই নতুন এক মোহামেডানের দেখা মিলেছিল। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল ‘সাদা–কালো’রা। কী অসাধারণ সেই ফাইনাল! নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৪–৪ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জিতেছিল মোহামেডান। ১৪ বছর অপেক্ষায় থাকার পর মোহামেডান ঘরে তুলেছিল ফেডারেশন কাপের শিরোপা।
তবে সেই সাফল্য যে হঠাৎ হয়ে যাওয়া কিছু ছিল না, সেটি মোহামেডান পরে প্রমাণ করেছে। এ মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে খেলল মোহামেডান। ডিসেম্বরে গোপালগঞ্জের সেই ফাইনালটা ছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে। সে ম্যাচেও লড়াইটা হয়েছিল হাড্ডাহাড্ডিই। তবে মোহামেডানের দুর্ভাগ্য, শক্তিশালী কিংসের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে গিয়েও শিরোপা জিতে মাঠ ছাড়া হয়নি তাদের। কিংসকে রীতিমতো বাগে পেয়েও কৌশলগত ভুলের খেসারত দিয়েছিল তারা। ১০ জন নিয়েও কিংস ফাইনাল জিতেছিল ২–১ গোলে।
মোহামেডান ঘরোয়া কাপ টুর্নামেন্টের আরও একটি ফাইনাল নিশ্চিত করেছে আজ—ফেডারেশন কাপ। মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষেও মোহামেডান জিতেছে (২–১) ঘুরে দাঁড়িয়ে। টানা তৃতীয় ফাইনালটা সাদা–কালোরা খেলতে যাচ্ছে দুর্দান্ত অনুপ্রেরণা নিয়েই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৪ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে মোহামেডান। শীর্ষে থাকা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান বিস্তর। ৯ পয়েন্টে পিছিয়ে থাকা (কিংস ৩৭, মোহামেডান ২৮) মোহামেডানের জন্য লিগ শিরোপার স্বপ্ন আপাতত দূরের ব্যাপারই।
তবে টানা দ্বিতীয় ফেডারেশন কাপ জিততে পারলে সেটি মোহামেডানের জন্য হবে দারুণ ব্যাপার। এ মৌসুমে কিংসের পরপরই নিজেদের দ্বিতীয় সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা। আগামী সপ্তাহে দ্বিতীয় সেমিফাইনালে কিংস ও আবাহনীর লড়াই ঠিক করবে ফেডারেশন কাপ ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হবে কোন দল।
ফাইনালে ওঠার পর মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘পুলিশের বিপক্ষে ম্যাচটা কঠিন ছিল। তবে খেলোয়াড়েরা কেউই আত্মবিশ্বাস হারায়নি। তারা জিততে মরিয়া ছিল। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়া গেছে, এটা খুবই তৃপ্তিদায়ক।’
গত বছরের মতো আরও একটি ফেডারেশন কাপের স্বপ্ন দেখছেন আলফাজও। তবে সে লক্ষ্যে খেলোয়াড়দের কাছ থেকে আরও উন্নত পারফরম্যান্স চান আলফাজ, ‘ফাইনালে আবাহনী কিংবা বসুন্ধরা কিংস যে–ই আসুক, তারা শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনাল জিততে হলে আমাদের নিজেদের ছাড়িয়ে যাওয়া পারফরম্যান্স প্রয়োজন। আশা করি, আমরা সেটি করতে পারব।’