গত জানুয়ারিতে বেশ আলোচনার জন্ম দিয়ে বার্সেলোনায় আসেন ভিতর রকি। বার্সার ভবিষ্যতের তারকা হিসেবেও জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছিল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নাম। বার্সায় যোগ দেওয়া রকির জন্যও ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। কিন্তু বার্সায় আসার পর পাঁচ মাস না যেতেই যেন ভেঙে গেছে রকির স্বপ্ন। বার্সা এবং কোচ জাভি হার্নান্দেজের আচরণ নাকি মানতে পারছেন না ১৯ বছর বয়সী এ তরুণ ফুটবলার। ম্যাচ টাইম তো পাচ্ছেনই না, জাভিও নাকি তাঁর সঙ্গে কথা বলেন না।
এমন পরিস্থিতিতে বার্সায় নিয়মিত খেলার সুযোগ না পেলে কিংবা আশ্বস্ত হতে না পারলে স্থায়ীভাবে ক্লাব ছাড়ার কথাও নাকি ভাবছেন রকি। কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রকির বর্তমান অবস্থা তুলে ধরেছেন তাঁর এজেন্ট আন্দ্রে কারি।
চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রকি। এই ১৩ ম্যাচে সব মিলিয়ে ৩১০ মিনিট মাঠে থেকে তিনি গোল করেছেন ২টি। এখন পর্যন্ত যে সময় পেয়েছেন তা একেবারেই যথেষ্ট মনে হচ্ছে না রকির।
কাতালান রেডিও আরএসি১–এর সঙ্গে আলাপকালে রকির এজেন্ট কারি বলেছেন, ‘সবাই মনে করছে মাঠে ভিতর রকির আরও বেশি সময় পাওয়া উচিত এবং কেউ বুঝতে পারছে না কেন কোচ তাকে সময় দিচ্ছে না। জাভি কখনোই তার সঙ্গে কথা বলেনি। আমি এই পরিস্থিতি বুঝতে পারছি না এবং আমার মনে হয় না এটা কারও জন্য ভালো ব্যাপার। আমি তাকে বলেছি আরও বেশি পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’
বার্সা সুযোগ না দিলে অন্য ব্যবস্থা দেখতে হবে জানিয়ে কারি আরও বলেছেন, ‘এই ছেলেটির সঙ্গে বার্সার চুক্তি আছে। অন্য জায়গা থেকে দ্বিগুণ টাকার প্রস্তাব থাকার পরও বার্সাকে বেছে নেওয়ার অর্থ সেখানে খেলতে চাওয়া। আমি নিশ্চিত, ভিতর একজন অসাধারণ খেলোয়াড় হবে। তবে বার্সা যদি তাকে না খেলায়, তবে আমাদের অন্য ব্যবস্থা দেখতে হবে। ভেতরে কী হচ্ছে আমি জানি না।’
এর মধ্যে রকির ধারে বার্সা ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। কারি অবশ্য ধারে ক্লাব বদলানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বার্সা ছাড়লে স্থায়ীভাবেই ছাড়বেন রকি, ‘ক্লাব যদি ভিতরকে জায়গা না দেয়, দুর্ভাগ্যজনকভাবে আমাদের অন্য ক্লাবের সঙ্গে কথা বলে সমাধান খুঁজতে হবে। আসছে গ্রীষ্মে ধারে? নাহ, একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটি বিপজ্জনক। এমনটা হলে সেটা স্থায়ীভাবে হতে হবে। সবচেয়ে ভালো হলো তাঁর বার্সায় থাকা এবং খেলা। কিন্তু সে যদি থাকতে না পারে, তবে স্থায়ীভাবে ক্লাব ছাড়ার উদ্যোগ নিতে হবে।’
এদিকে বার্সার সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, কারির মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বার্সা কর্তৃপক্ষ। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, বাইরে কেউ ক্লাবের ট্রান্সফার রীতি এবং দল নির্বাচন কেমন হবে, তা ঠিক করবে না। এমনকি কারির চাপের কারণে তাঁকে বেশি সময়ও দেওয়া হবে না এবং ধরেও রাখা হবে না।
পাশাপাশি রকির সঙ্গে জাভির কথা না বলার বিষয়টিও মিথ্যা বলে মার্কাকে জানিয়েছে সে সূত্র। এর মধ্যে জাভি নাকি রকির সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন। কয়েক সপ্তাহ আগে রকির সুযোগ পাওয়া নিয়ে জাভি বলেছিলেন, ‘সে লেভানডফস্কির সঙ্গে লড়ছে। স্কোয়াডে থাকা সব ফরোয়ার্ডের সঙ্গে তার লড়াই। তাই এটা সহজ নয়।’