বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাবিনা খাতুনের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাবিনা খাতুনের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন

বিসিবির অর্থ পুরস্কার হাতে পেলেন সাবিনারা

নেপালে গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। সেই তালিকায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)

নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। সেই অর্থ পুরস্কার আজ বুঝে পেলেন সাবিনা খাতুনরা।

আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে পুরস্কারের টাকা নিতে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনদের সঙ্গে আসেন তাঁদের কোচ গোলাম রব্বানী ছোটন।

চেক বুঝে নিচ্ছেন গোলাম রব্বানী ছোটন

এ সময় বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাবিনা খাতুনের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় পাশে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।